rocket (Photo: IANS)

খারাপ আবহাওয়ার কারণে চাঁদে যাওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত রাখল জাপান। সোমবার সকালে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল জাপানের এইচ ২ রকেটের। তবে খারাপ াবহওয়ার জন্য তা আপাতত স্থগিত রাখা হল বলে জানা গেছে। সোমবার ৯টা বেজে ২৬ মিনিটে চাঁদের উদ্দেশ্যা পাড়ি দেওয়ার কথা ছিল এইচটুএ রকেটটির। জাপানের তেনেগাশিমা স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল রকেটটির।

চাঁদে পরীক্ষানীরীক্ষা চালানোর জন্য তৈরি হওয়া স্মার্ট ল্যান্ডারটি তৈরি করেছে জাপানের এয়ারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সী। চাঁদের মাটি পরীক্ষা করা এবং সফলভাবে চাঁদে উত্তরন করার কাজে তৈরি করা হয়েছিল এই যন্ত্রটি।

যদি জাপান চাঁদের মাটিতে পা দেওয়ার ক্ষেত্রে যদি সফলতা অর্জন করে তাহলে পঞ্চম দেশ হিসেবে চন্দ্র অভিযানে নাম তুলবে জাপান।

অগাস্টের ২৩ তারিখে চাঁদের মাটিতে চন্দ্রযান পাঠিয়ে বিশ্বের চতুর্থ তালিকায় নাম তোলে ভারত।বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ প্রান্তে পা রেখেছে ভারত।ল্যান্ডার বিক্রমের সফল ল্যান্ডিংয়ের পর সেখানে সফলভাবে কাজ করতে শুরু করেছে রোভার প্রজ্ঞানও।এর আগে চন্দ্রায়ন ২ চাঁদের মাটিতে ক্র্যাশল্যান্ডিং করে। তবে সেই দুঃখ কাটিয়ে শেষমেয় চন্দ্রাভিযানে দুরন্ত জয় ভারতের।