Earthquake In Japan (Photo Credit: X)

Megaquake In Japan: শিগগিরই আসতে চলেছে 'মেগা আর্থকুয়েক' (Mega Earthquake)? অর্থাৎ ভয়াবহ ভূমিকম্প (Earthquake)? এমন আশঙ্কায় আপাতত কাঁপতে শুরু করেছে জাপান (Japan)। সে দেশের সরকারের প্যানেলের তরফে সম্প্রতি একটি আশঙ্কা সামনে আনা হয়। যেখানে প্রকাশ করা হয়, ৭ কিংবা তার বেশি মাত্রার ভূমিকম্পে নড়ে উঠতে পারে জাপান। এই ধরনের ভয়াবহ কোনও ভূমিকম্প হলে, তার থেকে বাঁচার কী উপায়, সে বিষয়ে সরকার পরিকল্পনা সাজাতে শুরু করেছে। ভয়াবহ কোনও কম্পন হলে, তার জেরে ক্ষয়ক্ষতির সম্ভবনা প্রবল। তবে বেশি করে মানুষের প্রাণ যাতে রক্ষা করা যায়, জাপান সরকারের তরফে সেই চেষ্টাই আপাতত চালানো হচ্ছে।

জাপানের ভূমিকম্প গবেষণা কেন্দ্রর তরফে জানানো হয়েছে, মহাভূকম্পে যদি কেঁপে ওঠে জাপান, তাহলে সেখানে ২ লক্ষ ৯৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হতে পারে। সেই সঙ্গে ২ ট্র্রিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ক্ষতি হতে পারে বলে করা হয়েছে আশঙ্কা প্রকাশ।

সুরক্ষার তোড়জোড় করছে জাপান 

মহাভূমিকম্প থেকে কীভাবে রক্ষা পেতে হবে, তার তোজ়জোড় শুরু হয়েছে টোকিওতে। জাপানের মানুষের প্রাণ কীভাবে কতটা রক্ষা করা যায়, সেই পরিকল্পনায় মশগুল সে দেশের সরকার আপাতত। এর আগে ২০১৪ সালে একবার ভূমিকম্পের উদ্ধার কাজের পূর্ব পরিকল্পনা করে জাপান। ফলে সেবার ক্ষয়ক্ষতি হলেও, উদ্ধার কাজ জোর কদমে শুরু করে সে দেশের সরকার। এবারও সেই একই রাস্তা নেওয়া হয়েছে। অর্থাৎ ৭ বা তার বেশি মাত্রার প্রবল ভূমিকম্প যদি জাপানে দেখা দেয়, তাহলে কীভাবে মানুষের প্রাণ বাঁচানো যায়, সে বিষয়ে চলছে গবেষণা এবং কাজ কর্ম।

তবে বর্তমানে জাপান সরকারের যে তোড়জোড় রয়েছে, তাতে মেগা ভূমিকম্প হলে, বিপর্যস্তদের মধ্যে থেকে মাত্রা ২০ শতাংশ মানুষের প্রাণ রক্ষা করা যাবে বলে মনে করা হচ্ছে।

জাপান এবং তার ভয়াবহ ভূমিকম্প

প্রায় নিয়ম করেই জাপানে প্রলয় আসে। এর আগে ১৯৪৬ সালে একবার ৮.১ থেকে ৮.৪ মাত্রার কম্পনে কেঁপে ওঠে জাপান। প্রত্যেক ১০০ থেকে ২০০ বছরের মধ্যে এই 'মহাপ্রলয়' হাজির হয় জাপানে। ফলে এবারও জাপান সেই দিকেই এগোচ্ছে কি না, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: Baba Vanga Prediction: বাবা ভাঙার তোলপাড় করা ভবিষ্যতবাণী, নজরে ৪ রাশি, কী ঘটতে চলছে চলতি বছরের আগামী ৬ মাসে দেখুন

বাবা ভাঙার ভবিষ্য়তবাণী 

বুলগেরিয়ার অন্ধ সাধক বাবা ভাঙা আগেভাগেই জাপানের মহাপ্রলয় নিয়ে ভবিষ্যবাণী করেছেন।  বাবা ভাঙার (Baba Vanga's Prediction) কথায়, ২০২৫ সালে মহাভূমিকম্পে দুলে উঠবে গোটা জাপান। ফলে কত মানুষের মৃত্যু হবে, তা বলে বোঝানো কঠিন। বাবা ভাঙার সেই আশঙ্কা সত্যি করেই কি এবার জাপান মহাভূমিকম্পে কেঁপে উঠতে চলেছে, এবার সেই প্রশ্নই ঘুরপাক খেতে শুরু করেছে গোটা বিশ্ব জুড়ে।