Japan Earthquake: ভূমিকম্প, সুনামির সতর্কতার পর জাপানে বীভৎস অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক ঘরবাড়ি
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

Japan Earthquake: বছরের প্রথম দিনেই মস্ত বিপর্যয় নেমে এল জাপানে (Japan)। ১ জানুয়ারির সকালে জাপানে রিখটার স্কেলে ৭.৫ মাত্রায় ভূমিকম্প আঘাত হানে। জোরালো কম্পনের পরেও কয়েকবার কেঁপে ওঠে গোটা অঞ্চল। প্রশাসনের তরফে জাপানের উত্তর-পশ্চিম উপকূলে সুনামির সতর্কতা (Tsunami Warning) জারি করা হয়েছে। সমুদ্র সংলগ্ন এলাকা খালি করে অবিলম্বে উঁচু ভূমিতে আশ্রয় নিয়ে বলা হয়েছে বাসিন্দাদের। ভূমিকম্পের জেরে সমুদ্রের জল বিপদসীমা ছাড়াতে পারে বলেই আশঙ্কা করছে জাপানের মৌসম ভবন।

আরও পড়ুনঃ  বছরের শুরুতেই বিপর্যয়, দেখুন কিভাবে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

পশ্চিম জাপানে প্রবল কম্পন এবং তারপর একাধিকবার আফটার শকের পর আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে। একাধিক ঘরবাড়ি আগুনে ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর। অগ্নিকাণ্ডের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।

কাঁপছে অফিস... 

সোমবার জাপানে ভূমিকম্পের একাধিক ভিডিয়ো উঠে এসেছে সমাজমাধ্যমে। কোথাও দেখা যাচ্ছে লেকের জল ফুঁসে উঠেছে, কোথাও রেল স্টেশন কাঁপছে। আবার কোনও ভিডিয়োতে চোখে পড়ছে কম্পনের ফলে অফিসের মধ্যে দুলছে চেয়ার টেবিল।

ফুঁসছে লেকের জল... 

কাঁপছে রেল স্টেশন... 

নতুন বছরের শুরুর দিনেই এমন এক দৃশ্য অকল্পনীয়। জাপানে সুনামি সতর্কতা জারির পরেই উত্তর কোরিয়া (South Korea) এবং রাশিয়াতেও (Russia) সুনামির সতর্কতা জারি করা হয়েছে।