উত্তপ্ত ইতালির পার্লামেন্টে (ছবিঃX)

নয়াদিল্লিঃ তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর প্রথম বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ৫০ তম জি-৭ শীর্ষ সম্মেলনে (G7 Summit)যোগ দিয়ে ইতালি পৌঁছেছেন তিনি। তবে এরই মধ্যে ইতালি পার্লামেন্টে (Parliament Of Italy) বচসার খবর ছড়িয়েছে চারিদিকে। খাস পার্লামেন্টের মধ্যে মারপিট, হাতাহাতির ভিডিয়ো ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, একটি বিতর্কিত বিল নিয়ে বাদানুবাদে জড়ান সাংসদরা। কথা কাটাকাটি গড়ায় হাতাহাতিতে। বিরোধী দলের নেতা লিওনার্দো দোনোকে এক সাংসদের মুখে দেশের পতাকা গুঁজে দিতে পর্যন্ত দেখা গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনার পর দোনোকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হয় হাতাহাতির এই ভিডিয়ো। খোদ সাংসদরাই যদি পার্লামেন্টে দাঁড়িয়ে এভাবে মারপিট করেন তাহলে দেশের কী হবে? প্রশ্ন তুলছেন অনেকেই। প্রসঙ্গত,  আজ শুক্রবার সূচনা হবে জি-৭ সম্মেলনের আউটরিচ সেশনের। তাতে যোগ দিতে গতকাল অর্থাৎ, বৃহস্পতিবার দিল্লি থেকে ইতালির উদ্দেশে রওনা দিয়েছেন মোদী। ইতালি সফরকালে লম্বা পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। ইতালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনি-সহ বিশ্বের তাবড় নেতাদের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে।  বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনা হবে বলে জানা গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন বলে খবর রয়েছে।

দেখুন ভিডিয়ো