ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Giorgia Meloni )-র ব্যক্তিগত জীবনে ঝড়। সঙ্গী আন্দ্রেয়া জিয়ামব্রুনোর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল প্রধানমন্ত্রী মেলোনির। মেলোনির সঙ্গে টিভি সাংবাদিক আন্দ্রেয়া জিয়ামব্রুনোর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দীর্ঘ ১০ বছর ধরে। বিচ্ছেদ নিয়ে মেলোনি বললেন, " আমাদের দু'জনের পথ বেশ কয়েকদিন ধরেই আলাদ হয়ে গিয়েছিল। এখন সেটা স্বীকার করে আমরা যে যার পথে এগিয়ে চলছি।"
৪৬ বছরের মেলিনো সম্প্রতি জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়া দিল্লিতে এসেছিলেন।
দেখুন এক্স
Italian Prime Minister #GiorgiaMeloni has revealed her separation from her partner #AndreaGiambruno, a television journalist.
PM Meloni expressed, 'Our paths have been growing apart for a while, and it's time to acknowledge that.'#Italy #PMMeloni #スーパーマリオ #viral pic.twitter.com/WiMWbQ3eN3
— know the Unknown (@imurpartha) October 20, 2023