হামাসের হামলায় ইজরায়েলের ২৯১ জন সেনা কর্মী, জওয়ানের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এমন কথাই জানাল ইজরায়েল প্রশাসন। গত ৭ অক্টোবর সীমান্ত টপকে ঢুকে পড়া হামাস জঙ্গিদের হামলায় ইজরায়েলের মৃত্য়ু সংখ্যা আড়াই হাজার ছাড়াল। প্যালেস্টাইন প্রশাসন জানিয়েছে, ইজরায়েলের হামলায় গাজায় ২৭৫০ জন মারা গিয়েছেন। এদিকে, ইজরায়েলের সেনার অভিযোগ, গতকাল রবিবার লেবানন-ইজরায়েল সীমান্তে হেজবুলের হামলার নির্দেশ দিয়েছে ইরান। হামাস তাদের ১৯৯ জন সেনাকর্মীদের অপহরণ করে রেখেছে বলেও ইজরায়েলের অভিযোগ।
অন্যদিকে, ইজরায়েলের ক্রমাগত হামলায় গাজা পুরোপুরি মৃত্য়ু উপত্যকায় পরিণত হয়েছে। গাজায় কাজ করা জাতিসংঘের উদ্ধারকারী দল জানাচ্ছে মৃতদেহ ভরে রাখার ব্যাগ (Body Bag) কম পড়ছে। গাজায় মৃত্য়ু সংখ্যা ঠিক কতটা এই একটা মন্তব্যেই পরিষ্কার। ইজরায়েল জলের জোগান বন্ধ করে দেওয়ায়, পিপাসার জ্বালায় গাজার সাধারণ মানুষ নোংরা জল পান করায় জলবাহিত রোগের সম্ভাবনা বাড়ছে বলে জাতিসংঘের বিশেষ দল জানিয়েছে। গাজায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ইজিপ্ট, লেবানন থেকে সাধারণ মানুষ গাড়িতে, হেঁটে পিঠে করে ত্রান সামগ্রী, পানীয় জল আনছেন।
দেখুন ধ্বংস্তুপে পরিণত হওয়া গাজার ভিডিয়ো
🇮🇱🇵🇸 The mainstream media will never show this video exposing Israel’s horrific war crimes in Gaza. pic.twitter.com/Rxlkd1TlEh
— Jackson Hinkle 🇺🇸 (@jacksonhinklle) October 16, 2023
এদিকে, আগামিকাল, মঙ্গলবার ইজরায়েলে আসছেন জার্মানির চ্যান্সেলর স্কলজ। ইজরায়েলের পাশে থাকার বার্তা দিতেই জার্মান প্রধানের সফর। গতকাল, ইজরায়েলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সে দেশে যাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আবেদন করেছেন।