Netanyahu gifted Trump a golden dove. (Photo Credits:X)

Trump Receives Golden Dove: দুধের স্বাদ ঘোলে হলেও মিটল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নোবেল শান্তি পুরস্কার পাননি, কিন্তু ইজরায়েলের দেওয়া শান্তির দূতের পুরস্কারটা পেলেন ট্রাম্প (Donald Trump)। গাজায় যুদ্ধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধপরাধে অভিযুক্ত বেঞ্জামিন নেতানিয়াহুর থেকে শান্তির দূত সোনার পায়রার পুরস্কার নিলেন মার্কিন প্রেসিডেন্ট। ইজরায়েলের সংবাদমাধ্যমের একাংশে দাবি করা হল, আসল নোবেলটা ট্রাম্প এদিনই জিতলেন। গাজায় যুদ্ধ শেষের ঘোষণার আগে ট্রাম্পের মুখে এদিনও নোবেল শান্তি পুরস্কার না জিততে না পাররা নিয়ে ক্ষোভ ধরা পড়ে। এদিনও ট্রাম্প দাবি করেন, তিনি ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনিই বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে বন্ধ করেছেন।

ট্রাম্পময় ইজরায়েল

গাজা যুদ্ধ থামানো ও ইজরায়েলের সব পণবন্দিদের ফিরিয়ে আনার বিষয়ে বড় ভূমিকা পালন করায় ট্রাম্পকে বিশেষ পুরস্কার দিল ইজরায়েল। এদিন সকালে ইজরায়েল পা দেওয়ার পর থেকে ট্রাম্পকে নিয়ে নেতানিয়াহুর দেশে উন্মাদনা দেখা যায়। সব পণবন্দিদের মুক্তি নিশ্চিত হতেই তেল আবিভ, জেরুজালেমের রাস্তায় উচ্ছ্বাস মেতে উঠতে দেখা যায় ইজরায়েলের আম জনতাদের। তাদের অনেকের হাতেই ছিল ট্রাম্পের ছবি। পার্লামেন্ট বক্তব্য রাখার আগে ট্রাম্পের হাতে শান্তির দূতের প্রতীক হিসাবে সোনার পায়রার পুরস্কা তুলে দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

দেখুন ট্রাম্পকে শান্তির দূতের পুরস্কার তুলে দিচ্ছেন নেতানিয়াহু

ট্রাম্পকে 'স্ট্যান্ডিং ওভেশন' ইজরায়েলের পার্লামেন্টে

ট্রাম্পের শান্তি চুক্তির জেরে একের পর এক পদক্ষেপ যখন মধ্য প্রাচ্যকে শান্ত করছে, সেই সময় ইজরায়েলের পার্লামেন্টে সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানালেন ট্রাম্পকে। 'স্ট্যান্ডিং ওভেশন' পেয়ে বেশ তৃপ্ত দেখাল ডোনাল্ড ট্রাম্পকে। ইজরায়েলি পণবন্দিদের যখন ছাড়া হচ্ছে এবং সেই সঙ্গে প্যালেস্তিনীয় বন্দিরা ওয়েস্ট ব্যাঙ্কে হাজির হচ্ছেন, সেই সময় ট্রাম্পকে বিরল সম্মান দিল ইজরায়েল। নেতানিয়হুর দলের এক সাংসদ ট্রাম্পকে হোয়াইটহাউসে বসা ইজরায়েলের সর্বকালের সেরা বন্ধু বলেও অ্যাখা দেন।