After IDF's Bombing In Gaza (Photo Credit: Twitter)

গাজার ওপর কিছুতেই রাগ যাচ্ছে না ইজরায়েলে। ইতিমধ্যেই ইজরায়েলের আকাশপথে হানায় উত্তর গাজা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এবার গাজায় পরমাণু বোমা ফেলার হুমকি দিলেন ইজরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলিয়াহু। তিনি আবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-র বেশ ঘনিষ্ঠ নেতা। মন্ত্রী আমিচাই ইলিয়াহুগাজার ওপর পরমাণু বোমা হামলার কথা বলে আসলে নেতানিয়াহু-র মনের কথা ফাঁস করলেন কি না তা নিয়ে জল্পনা চলছে।

ইজরায়েলের এতিহ্য রক্ষার্থে তৈরি হওয়া মন্ত্রকের মন্ত্রী সাফ জানালেন, ৭ অক্টোবর হামলার ওপর হামাস যেভাবে আমাদের দেশে মা, বোনা, ছোট শিশুদের অপহরণ করে সীমান্ত পেরিয়ে গাজায় নিয়ে গিয়েছে। এখন আমাদের ওদের শেষ করতে সব চরম পদক্ষেপই নিতে হচ্ছে। আগামী দিনে গাজার ওপর পরমাণু বোমা ফেলার সম্ভাবনাও খোলা থাকছে বলে মন্ত্রী জানান। ইলিয়াহু-র এই মন্তব্য নিয়ে গোটা বিশ্বে সাড়া পড়ে গিয়েছে। এই মন্তব্যকে হাতিয়ার করে পালিস্তানপন্থীরা তাদের যুদ্ধবিরতি আন্দোলনে আরও বড় করার চেষ্টা করবে। ইজরায়েলের প্রধান বিরোধী দলনেতা ইয়ির লাপিদ অবশ্য দেশের মন্ত্রীর এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করে বলেছেন, " মন্ত্রী ইলিয়াহু-র এমন মন্তব্যে দেশের ভাবমূর্তির ক্ষূন্ন হচ্ছে। এটা শুধু দায়িত্বজ্ঞানহীন মন্তব্য নয়, এটা দেশের ভাবমূর্তির পক্ষে খারাপ। ওনার এখনি পদত্যাগ করা উচিত।"

দেখুন ছবিতে

গত ৭ অক্টোবর থেকে হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজার ওপর ক্রমাগত হামলা জারি রেখেছে ইজরায়েল। হামাস জঙ্গিদের নির্মুল করতে উত্তর গাজা প্রায় পুরোটাই ধ্বংসস্তুপে পরিণত করেছে ইজরায়েল। ছোট, বড় বাড়ি থেকে স্কুল, হাসপাতাল-মসজিদ সবই ধুলোয় পরিণত হয়েছে। এবার গাজায় সামরিক অভিযান চালিয়ে হামাসের সুড়ঙ্গও ভাঙছে ইজরায়েল সেনা বা IDF। গোটা বিশ্বের অধিরকাংশ দেশ যুদ্ধ বিরতি চাইলেও ইজরায়েল কিছুতেই ক্ষান্ত দিচ্ছে না। গাজায় হামাসকে পুরোপুরি শেষ করে দেওয়া ছাড়া ইজরায়েল যেন ঘুমতো যাবে না। বেঞ্জামিন নেতানিয়াহু-র দেশের সামরিক অভিযান দেখে এমনই অভিযোগ আন্তর্জাতিক মহলের একাংশের।