যুদ্ধবিরতির দাবিতে ইজরায়েলের ওপর চাপ ক্রমশ বাড়ছে। খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পর্যন্ত ইজরায়েলের ওপর যুদ্ধবিরতির চাপ দিচ্ছেন। কিন্তু গত ৭ অক্টোবর তাদের দেশ থেকে হামাস জঙ্গিগোষ্ঠী ইজরায়েলের সাধারণ মানুষদের অপহরণ করে গাজায় লুকিয়ে রাখা পণবন্দিদের সবাইকে ছাড়া না পর্যন্ত বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতিতে যেতে নারাজ। তাই ইজরায়েল সেনার গাজা, রাফায় আক্রমণ অব্যাহত রেখেছে। তাতে বাড়ছে মৃত্যু মিছিল। অনাহারে শিশু মৃত্যুর ঘটনাও বাড়ছে। কিন্তু তাতেও হামাস চুপ, চুপ ইজরায়েল প্রশাসন।
এরই মাঝে ইজরায়েল সেনার পক্ষ থেকে জানানো হল গাজা অভিযানে তারা বড় সাফল্য পেয়েছে। সেখানে হামাসদের সবচেয়ে বড় সুড়ঙ্গের হদিশের পর সেটা তারা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। প্রসঙ্গত, হামাস জঙ্গি সংগঠনের সবচেয়ে অস্ত্র হল সুড়ঙ্গ বা টানেল। এই সুড়ঙ্গ দিয়েই তারা অতীতে বহু সাফল্য পেয়েছে। আরও পড়ুন-অভিযোগ নিতে অস্বীকার পুলিশের, থানার সামনেই গায়ে আগুন দিলেন ব্যক্তি
দেখুন খবরটি
BREAKING: Israeli military says it has completed the destruction and sealing of Hamas's biggest-known tunnel
— The Spectator Index (@spectatorindex) March 5, 2024
গাজায় সুড়ঙ্গতেই ইজরায়েলের পণবন্দিদের আটক রেখেছে হামাস। এখনও অন্তত ১৩৩ ইজরায়েলি হামাসদের হাতে পণবন্দি হয়ে আছেন। সবার মুক্তির শর্তেই ইজরায়েল যুদ্ধবিরতিতে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু হামাসরা তাতে নারাজ।