ইজরায়েল হামাস যুদ্ধে নিহত হলেন ইজরায়েলি জনপ্রিয় ওয়েব সিরিজের সদস্য মাতান মেইর। ইনি ইজরায়েলের ৫৫১ নাম্বার ব্রিগেডের ৬৯৭ ব্যাটেলিয়নের সেনা ছিলেন। গাজায় যুদ্ধে অংশগ্রহন করেছিলেন ইনি।
ফাউদা নামের এই ওয়েব সিরিজের সোশ্যাল মিডিয়া টিমের পক্ষ থেকেও এই খবর জানানো হয়েছে। ফাউদা ছাড়া আরও অন্যান্য সিরিজের প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিলেন এই যুবক।
৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে পাল্টা হামলার পথে নামে ইজরায়েল। ব্যাপক বোমাবর্ষন দিয়ে শুরু করা হয় যুদ্ধ। তার পরেই গাজার মধ্যে প্রবেশ করার সিদ্ধান্ত নেয় ইজরায়েল বাহিনী। যদি হামাসের পক্ষ থেকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল যে গাজার মধ্যে ঢুকলে মৃতদেহ ব্যাগে করে পাঠাবে তারা। তার পর থেকে বিভিন্ন জায়গায় হামাসের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে চালিয়ে যাচ্ছে ইজরায়েল।
যুদ্ধবিরতির আবেদন জানানো হলেও নেতানিয়াহুর পক্ষ থেকে তা খারিজ করা হয়েছে। তবে এই যুদ্ধের সঙ্গে এবার জড়িয়ে পড়েছে হেজবোল্লাও। যুদ্ধবিরতি না হলে এই যুদ্ধের গতিপ্রকৃতি কোন দিকে যায় তা বলা মুশকিল।
Israeli drama 'Fauda' crew member reported dead in Gaza
Read @ANI Story | https://t.co/8XzgN7mAlg#IsraelPalestineWar #fauda #gaza pic.twitter.com/lBvwwiy9JR
— ANI Digital (@ani_digital) November 12, 2023