Israeli Airstrike Kills PM Ahmed al Rahawi. (Photo Credits:X)

Israeli Airstrike: ইজরায়েলের বিমান হামলায় এবার প্রাণ হারালেন খোদ দেশের প্রধানমন্ত্রী। ইয়েমেনের রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে ইজরায়েলের বোমারু বিমান থেকে উড়ে আসা একটি ভয়াবহ বোমের আঘাতে মারা গেলেন ইরান-সমর্থিত হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি (Ahmed al-Rahawi)। ইরান-সমর্থিত হুথি (Houthi) সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি ইজরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে একাধিক সংবাদমাধ্যম। ইয়েমেনের রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে এই হামলার ঘটনায় অন্তত চারজন নিহত হন, যাদের মধ্যে রাহাওয়ির ঘনিষ্ঠ সহযোগীরাও ছিলেন। বিশ্লেষকদের মতে, এটি ইসরায়েল-হুথি সংঘাতের একটি বড় ধরনের উত্তেজনাপূর্ণ মোড়। সানার বায়ত বাওস বা হাদ্দাহ এলাকায় একটি অ্যাপার্টমেন্টকে টার্গেট করে ইজরায়েলের বোমারু বিমান থেকে হামলা চালানো হয়েছিল। তখন সেখানে হুথি শীর্ষ নেতাদের গোপন বৈঠক চলছিল। সেখানে উপস্থিত ছিলেন হুথি সরকারের প্রধানমন্ত্রী আল-রাহাওয়ি অবস্থান করছিলেন। আকাশ থেকে আচমকা অতি শক্তিশালী বোমের আঘাতে অ্যাপার্টমেন্টটি পুরো ধুলোয় মিশিয়ে দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান প্রধানমন্ত্রী আল-রাহাওয়ি সহ ১০ জন হুথি শীর্ষ কর্মকর্তা। হুথি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ নাসের আল-আতিফি এবং সেনাপ্রধান মুহাম্মদ আল-ঘামারিও ইজরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন বলে খবর। হুথি সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। তাই ইজরায়েলের তেমন কূটনৈতিক ক্ষতি হবে না। এদিকে, এই ঘটনাকে অনেকেই ইসরায়েল-ইরান প্রক্সি যুদ্ধে নতুন অধ্যায় হিসেবে দেখছেন।

হুথি প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রাণ হারিয়েছেন সরকারের প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান

গত বছর দেড়েক ধরে হুথি জঙ্গি সংগঠন ইজরায়েলের জাহাজের ওপর বারবার হামলা করেছে। তারই প্রতিশোধ নিল বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। এই হামলার পরপর হুথি সংগঠনের শীর্ষ নেতৃত্ব প্রায় সবটাই খতম হয়ে গেল বলে মনে করা হচ্ছে। তবে বেঁচে থাকা হুথি নেতারা এবার পাল্টা হামলায় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খতম করার ডাক দিয়েছে। হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক হামলাতে তাদের অন্তত ১০ জন নিহত এবং ১০০-র বেশি আহত হয়েছে। সানার বাসিন্দারা প্রেসিডেন্ট কমপ্লেক্সের কাছে তীব্র বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

দেখুন খবরটি

কী বলছে ইজরায়েল

ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (IDF) নিশ্চিত করেছে যে তারা সানায় "হুথি সন্ত্রাসী শাসনের সামরিক লক্ষ্যবস্তু"-তে সফলভাবে আঘাত হেনেছে। তবে তারা হতাহতের বিষয়ে বিস্তারিত জানায়নি। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ বাইবেলের "প্লেগস"-এর উল্লেখ করে প্রতিশোধের বার্তা পাঠান।

গত বছর অগাস্ট প্রধানমন্ত্রীর পদে বসেছিলেন আল-রাহাওয়ি

২০২৪ সালের আগস্টে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন আল-রাহাওয়ি। যদিও তিনি সামরিক নন, তার প্রশাসনিক ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তার মৃত্যু হুথি নিয়ন্ত্রিত এলাকায় প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি করতে পারে। সাম্প্রতিক সপ্তাহে হুথিরা ইসরায়েলের দিকে উন্নত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যার মধ্যে ক্লাস্টার মিউনিশনও ছিল। ইজরায়েলের পাল্টা আঘাতকে অনেকেই প্রতিরক্ষার বাইরে গিয়ে আগ্রাসী প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন। ইরানের সমর্থনে হুথিরা অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ পায়। ফলে এই হামলা ইরানের ওপরও পরোক্ষ আঘাত হিসেবে ধরা হচ্ছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এর ফলে সৌদি আরবসহ উপসাগরীয় শক্তিগুলোও আবার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।

কী বলছে হুথি-রা

আল-রাহাওয়ি নিহত হওয়ায় হুথিদের প্রশাসনিক কাঠামো দুর্বল হতে পারে, তবে অতীতে দেখা গেছে, হুথি-রা দ্রুত নতুন নেতৃত্ব প্রস্তুত করে নিতে পারে। ইতিমধ্যেই হুথি মুখপাত্র ইয়াহইয়া সারি ঘোষণা করেছেন, "অবিরাম যুদ্ধ" চলবে, অনেক বড় আকারের পাল্টা আঘাত করা হবে শীঘ্রই এবং ইরানের সঙ্গে যৌথভাবে প্রতিশোধমূলক হামলা চালানো হবে।