একের পর এক রকেট, মিসাইল বর্ষণে গাজা উপত্যকার অধিকাংশ অংশ পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। গত চার ঘণ্টা থেকে গাজায় ক্রমাগত রকেট ছু়ড়ে চলেছে ইজরায়েল। পাল্টা ইজরায়েলের দিকে হামাসের রকেট উড়ে যাচ্ছে, লেবানন থেকেও আক্রমণ করা হচ্ছে। তবে ইজরায়েল যে বিপুল শক্তি নিয়ে ঝাঁপিয়েছে, তার সামনে হামাস-লেবাননের হামলায় তেমন ঝাঁঝ দেখা যাচ্ছে না। জাতিসংঘের হিসেব বলছে, গত শনিবার থেকে গাজায় ১ লক্ষ ৮৭ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
প্যালেস্টাইনের স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ইজরায়েলের হামলায় গত তিন দিনে গাজা উপত্যকায় ৭৮৮ জন মারা গিয়েছেন। হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি এখনও হাজারেরও বেশী মানুষ। ইজরায়েলের দাবি, গাজা উপত্যকায় তাদের বায়ু সেনার হামলায় হামাসের অর্থমন্ত্রী জাওয়াদ আবু শাহামাল মারা গিয়েছেন। আরও পড়ুন-
হামাসের রকেট হামলা, জবাব ইজরায়েলর, Video
দেখুন ভিডিয়ো
Zionists just used White phosphorus against the Karameh Neighborhood in Northern Gaza.
White phosphorous burns in air and incinerates bodies on contact .
This is the depraved inhumanity of the israeli war machine that the west directly aids pic.twitter.com/1736qXr3i1
— B. (@Bintshalabeya) October 10, 2023
এদিকে, প্যালেস্টাইনের পাশে দাঁড়ালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বললেন, প্যালেলস্টাইন রাষ্ট্র তৈরি খুবই জরুরি। আমেরিকা যুক্তরাষ্ট্র সরাসরি ইজরায়েলকে সাহায্য করে অত্যাধুনিক অস্ত্র সহ সামরিক সাহায্য পাঠিয়েছে। এবার রাশিয়া কি প্যালেস্টাইনকে সরাসরি সামরিক সাহায্য করবে? এদিকে, ইজরায়েলে হামাসের জঙ্গি হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ডেনমার্ক প্যালেস্টাইনকে দেওয়া উন্নয়ন প্রকল্পের অর্থ পাঠানো বন্ধ করছে। ইতালিও সরাসরি ইজরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে।