Golan Heights (Photo Credit: Twitter)

গোলান মালভূমি থেকে ইজরায়েলকে সরে যাওয়ার আহ্বান জানানো হল। গোলান মালভূমির যে অংশ ইজরায়েলের দখলে রয়েছে, সেখান থেকে যাতে সরে যাওয়া হয়, সে বিষয়ে ইজরায়েলকে আহ্বান জানানো হয় রাষ্ট্রসংঘের তরফে। গোলান মালভূমি থেকে ইজরায়েলকে সরে যাওয়ার যে প্রস্তাব রাষ্ট্রসংঘে গৃৃহীত হয়, তার পক্ষে ৯১টি দেশের তরফে ভোটদান করা হয়। যার মধ্যে রয়েছে ভারতও।

রাষ্ট্রসংঘের ওই  নথিতে জানানো হয়,  'UNGA তার দাবি পুনর্ব্যক্ত করে যে সিরিয়ার গোলান মালভূমির যে অংশ ইজরায়েল দখল করে রয়েছে, সেখান থেকে যেন তা প্রত্যাহার করা হয়। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশন মেনেই গোলান মালভূমি থেকে ইজরায়েলের দখল করা অংশ ছাড়তে হবে।