দিল্লি, ১৮ নভেম্বর: ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) বাড়িতে আগুনের গোলা ছোঁড়ার অভিযোগে গ্রেফতার করা হল ৩ জনকে। শনিবার রাতে ইজরায়েলের কোর্টইয়ার্ডে বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে আগুনের গোলা ছোঁড়া হয়। পরপর ২টি আগুনের গোলা গিয়ে আছড়ে পড়ে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে। যা থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কে বা কারা ওই ঘটনায় যুক্ত, তার খোঁজ শুরু হয় সঙ্গে সঙ্গে। এরপর নেতানিয়াহুর বাড়িতে আগুনের গোলা ছোঁড়ার অভিযোগে গ্রেফতার করা হয় ৩ জনকে। তবে ওই সময় প্রধানমন্ত্রী কিংবা তাঁর বাড়ির কেউ কোর্টইয়ার্ডের ওই বাসভবনে ছিলেন না। ফলে ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ওই ঘটনায় সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হলে, ৩ জনকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত অক্টোবরে বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে একবার ড্রোন হামলা চালায় হেজবুল্লা (Hezbollah) জঙ্গিরা। ইজরায়েলের সংবাদমাধ্যমের তরফে নেতনিয়াহুর বাড়ির ছবি প্রকাশ করা হয় ড্রোন হানার পর। যেখানে দেখা যায়, ড্রোন হামলার জেরে নেতানিয়াহুর বাড়ির শোয়ার ঘরে ফাটল দেখা দিয়েছে এক জায়গায়। ড্রোনটি যেখানে বেধে যায়, সেখানে ফাটল ধরে। তবে নেতানিয়াহুর বাড়িতে হামলার উদ্দেশে ড্রোন ছোঁড়া হলেও, তা কোনও ক্ষয়ক্ষতি করতে পারেনি বলে দাবি করা হয় ইজরায়েলি সংবাদমাধ্যমের তরফে।
ওই সময়ও নেতানিয়াহু বা তাঁর পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। অক্টোবরের ওই ঘটনার পর ফের হামলা চালানো হয় ইজরায়েলের প্রধানমন্ত্রীর বাড়িতে।