Israel Attacks Iran's Nuclear sites. (Photo Credits: X)

Israel vs Iran: অবশেষে এসে গেল সেই দিন। কার্যত লুকিয়ে লুকিয়ে ইউরেনিয়াম জমিয়ে পরমাণু বোমা, পরমাণু অস্ত্র তৈরি করা ইরানের গর্ভগৃহে আঘাত হানল ইজরায়েল। ইরান যখন পুরোপুরি পরমাণু শক্তিধর দেশ হয়ে উঠে ইজরায়েলকে হামলার জন্য প্রায় প্রস্তুত, তখনই বেঞ্জামিন নেতানিয়াহু-র দেশ অপারেশন 'রাইজিং লায়ন' চালিয়ে বসল। ডোনাল্ড ট্রাম্পের নিষেধ না শুনেই আকাশ পথে ইরানের ৬টি পরমাণু ঘাঁটিতে হামলা চালাল ইজরায়েল। তার মধ্যে ইরানের নাতাঞ্জের পরমাণু ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। সেখানে ইরানের অন্তত ৬ জন শীর্ষস্তরের পরমাণু বিজ্ঞানী ইজরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন।

পরমাণু ঘাঁটিতে হামলা করা কখনই উচিত নয়: IAEA

এদিকে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA) এই হামলা নিয়ে আশঙ্কাপ্রকাশ করে জানিয়েছে, "পরমাণু ঘাঁটিতে হামলা করা কখনই উচিত নয়। এটা বেশ বিপজ্জনক একটা জিনিস।"ইজরায়েল অবশ্য দাবি করেছে, তারা বাধ্য হয়েই ইরানের পারমাণবিক হামলা চালিয়েছে, তা না হলে ইরান সেই অস্ত্র তাদের ওপর প্রয়োগ করত।

দেখুন ইরানের পরমাণু ঘাঁটিতে ইজরায়েলের নিখুঁত হামলা

ইরানের পাল্টা ড্রোন হানা প্রতিহত করল ইজরায়েল

এদিকে, ইজরায়েলের ওপর শত শত ড্রোন হামলা চালানো হল তেহরান থেকে। কিন্তু ইরানের সেই ড্রোন প্রতিহত করল ইজরায়েলের মজুবত এয়ার ডিফেন্স সিস্টেম।