Benjamin Netanyahu (Photo Credit: X)

Benjamin Netanyahu: গতকাল, শুক্রবার রাতে ইরান থেকে ইজরায়েলে উড়ে আসে একের পর এক মিসাইল, ব্যালিস্টিক মিসাইল হামলা। চারিদিকে শত্রুরা থাকলেও গত ৪৫ বছরে এত বড় হামলা ইজরায়েলের উপর হয়নি। তার আগে ইজরায়েল হামলা চালায় ইরানের বিভিন্ন পারমাণবিক ঘাঁটি, সেনা সদর দফতরে। ইরানের পাল্টা আঘাতের মিসাইল হানায় রাজধানী তেল আভিভের বড় ক্ষতি হয়েছে। এবার ইরানকে পাল্টা দিতে কোমর বাঁধছে ইজরায়েল। ইজরায়েল-ইরানের মধ্যে কার্যত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আর এই কারণে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-র ছোট ছেলে আভনার নেতানিয়াহুর (Avner Netanyahu) বিয়ে পিছিয়ে গেল। ইরানের মিসাইল হামলার আশঙ্কায় ইজরায়েলের আকাশ পথ বন্ধ ফলে যাত্রীবাহী বিমান চলছে না, সঙ্গে বেশিরভাগ রাস্তাও বন্ধ। এমন অবস্থায় কোনও সামাজিক অনুষ্ঠান করা সম্ভব নয়। সোমবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইজরায়েলের প্রধানমন্ত্রীর ছেলে আভনার ও তার বান্ধবী ইয়ার্দেনির বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধ ও মিসাইল হামলারর কারণে এই বিয়ের অনুষ্ঠান এখন সম্ভব নয় বলে, তা পিছিয়ে দেওয়া হল।

এর আগেও তাদের বিয়ে যুদ্ধের কারণে তিনবার পিছিয়ে গিয়েছে

বছর তিনেক আগে সম্পর্ক হওয়ার ইয়ার্দেনির সঙ্গে আভনার নেতানিয়াহুর বাগদান হয় ২০২৩-এর নভেম্বরে। কিন্তু এবার নিয়ে তাদের বিয়েটা তিনবার পিছিয়ে গেল। তিনবারই যুদ্ধের কারণেই। গত বছর সেপ্টেম্বরে ইজরায়েলের প্রধানমন্ত্রীর ছোট ছেলের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু সে সময় হামাসের মিসাইল হামলা নিয়ে নেতানিয়াহু ব্যস্ত হয়ে পড়েন বলে অনুষ্ঠান বাতিল হয়। এরপর সেটি নভেম্বর ২৬, ২০২৪-এ পিছিয়ে যায়। কিন্তু সেই সময় হিজবুল্লাহর ড্রোন হামলার জন্য কেসারিয়ায় নেতানিয়াহু পরিবারের বাড়িতে অতিরিক্ত নিরাপত্তার কারণে ফের পিছিয়ে দেওয়া হয়েছিল বিয়ে। তখন ঠিক হয়েছিল ২০২৫-এর জুনে বিয়েটা আনুষ্ঠানিকভাবে হবে। কিন্তু এবার ইরানের সঙ্গে যুদ্ধে আবারও বিয়ে পিছিয়ে গেল।

ইজরায়েলর প্রধানমন্ত্রী দুটি পুত্র সন্তান আছে

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা-র দুটি পুত্র সন্তান আছে। তাদের বড় ছেলের নাম ইয়াইর (৩৬ বছর) ও ছোট ছেলের নাম আভনের (৩৩ বছর)। বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা পেশায় একজন মনোবিদ।