তেল আবিব, ইজরায়েল, ৯ অক্টোবর: ইসরায়েলের মাটিতে জঙ্গি সংগঠন হামাসের হামলার প্রতিশোধ নেওয়ার জন্য সোমবার(৯ অক্টোবর) ইসরায়েল বিমান বাহিনী বেশ কয়েকটি অপারেশনাল সদর দফতরের পাশাপাশি সন্ত্রাসবাদী সংগঠন হামাসের জঙ্গি নেতাদের বসবাসকারী বিভিন্ন ভবনেও হামলা চালিয়েছে। ইজরায়েল বিমান বাহিনী সূত্রের খবর সন্ত্রাসবাদী সংগঠনের একটি সদর দপ্তর তিন তলার একটি এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং একটি সদর দপ্তর হামাসের নৌবাহিনী সিনিয়র অফিসার মহম্মদ কাশতার সঙ্গে সম্পর্কিত ছিল। সেইগুলোকেও হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে।
এছাড়াও ইজরায়েল বিমান বাহিনী সন্ত্রাসবাদী সংগঠনের ব্যবহৃত ও গচ্ছিত একটি অপারেশনাল সম্পদ ধ্বংস করেছে, যা জাবালিয়া এলাকায় একটি মসজিদের কেন্দ্রে অবস্থিত। সোশ্যাল মিডিয়া 'এক্স'-এ তাঁদের খবর শেয়ার করে ইজরায়েল বিমান বাহিনী বলেছে, "বিমান বাহিনী একটি বিল্ডিং আক্রমণ করেছে যেখানে জঙ্গি সংগঠন হামাসের কর্মীরা বসবাস করছিল। এছাড়াও সন্ত্রাসবাদী সংগঠনের বেশ কয়েকটি অপারেশনাল হেডকোয়ার্টারে হামলা করা হয়েছে।
দেখুন পোস্ট :
Israel Air Force destroys headquarters linked with senior Hamas naval force
Read @ANI Story | https://t.co/wnI71guoYf#Israel #Hamas #retaliatorystrike pic.twitter.com/KCbImummRq
— ANI Digital (@ani_digital) October 9, 2023