গাজা, ১৯ মে: প্যালেস্টাইনের (Palestine) ৫২ হাজার মানুষ আশ্রয় নিলেন রাষ্ট্রসংঘের শরণার্থী শিবিরে (Refuge)৷ রাষ্ট্রসংঘের (UN) একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে সম্প্রতি৷ ইসরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের জেরে গাজায় কার্যত ধ্বংসলীলা চলছে৷ তার জেরেই এবার রাষ্ট্রসংঘের শরণার্থী শিবিরে আশ্রয় নিলেন ৫২ হাজার মানুষ৷
জিনহুয়ার একটি রিপোর্টে দাবি করা হয়েছে, সম্প্রতি ইসরায়েলের (Israel) একটি যুদ্ধ বিমান গাজায় (Gaza) একের পর এক বহুতল গুড়িয়ে দেয়৷ গাজার সমুদ্র তীরবর্তী এলাকার বেশ কয়েকটি বহুতল গুড়িয়ে দেয় ইসরায়েলের ওই যুদ্ধ বিমান৷ জিনহুয়ার দাবি অনুযায়ী, গাজার প্রায় ৪৪৮টি বহুতল গুড়িয়ে দেয় ইসরায়েলের ওই যুদ্ধ বিমান৷
আরও পড়ুন: American Vaccines: বড় খবর! 'করোনার ভারতীয় ভ্যারিয়েন্টকে প্রতিরোধ করবে আমেরিকান ভ্যাকসিন'
জানা যাচ্ছে, ইসরায়েলের ওই যুদ্ধ বিমানের বোমা বর্ষণের জেরে গাজায় ১৩২টি বহুতল সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে যায়৷ বাকি ৩১৬টি বহুতল আংশিক ক্ষতিগ্রস্থ হয়৷ ইসরায়েলের যুদ্ধ বিমানটি গাজায় ১৬১৫ বার বোমা বর্ষণ করে৷ গত ৯ দিনে এই ধ্বংসলীলা চালানো হয়৷ তার জেরে গাজার একাধিক বহুতল সহ বিভিন্ন অফিসও ভেঙে পড়ে৷
পাশাপাশি গাজায় হামাসের (Hamas) যে গোপন সুড়ঙ্গটি ছিল, সেখানেও হামলা চালায় ইসরায়েলের ক্ষেপনাস্ত্র৷ ৩৫ মিনিটে ১০০টি ক্ষেপনাস্ত্র ছুঁড়ে হামাসের ওই গোপন সুড়ঙ্গটি কার্যত ধ্বংস করে দেওয়া হয় বলে জানা যায়৷
অন্যদিকে হামাসের তরফেও ইসরায়েলে একের পর এক হামলা চালানো হয়৷ ইসরায়েলের বিভিন্ন শহরে হামাসের তরফে ছোঁড়া হয় ১০০টি ক্ষেপনাস্ত্র৷ যার মধ্যে ৭০টি ছোঁড়া হলেও, তা ধ্বংস করে দেয় ইসরায়েলের সেনা বাহিনী৷
ইসরায়েল, গাজার এই প্রাণঘাতী বিবাদে এখনও পর্যন্ত ২১৩ জন প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে৷ যার মধ্যে ৬১ জন শিশু রয়েছে৷ ৩৬ জন মহিলাও রয়েছেন ওই মৃতের তালিকায়৷ পাশাপাশি ইসরায়েলের হামলায় ১৪৪২ জন আহত হয়েছেন বলে খবর৷ সবকিছু মিলিয়ে ইসরায়েল-প্যালেস্টাইনের সংঘাত ক্রমশ ভয়াল রূপ ধারণ করছে৷