Iran-Israel Conflict: এবার 'জবাবি' হামলা ছুড়ল ইজরায়েল (Israel)। গত শনিবার ইরানের করা হামলার জবাবে আজ শুক্রবার ভোরে আকাশপথে পালটা ক্ষেপণাস্ত্র হামলা চালাল বেঞ্জামিন নেতানিয়াহু দেশ। এক মার্কিন সংবাদমাধ্যম ইজরায়েলি হামলার খবর নিশ্চিত করেছে। তবে হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি ইরান। তেহরান (Tehran) জানিয়েছে, আইডিএফ-এর (IDF) ড্রোন হামলার দ্বারা তাঁরা প্রভাবিত হয়নি। তাঁদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইজরায়েলের তিনটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। ইরান সরকারও ইজরায়েল ড্রোন হামলার কথা স্বীকার করেছে।
ইরানের এক কর্মকর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানকে লক্ষ্য করে ড্রন হামলা চালিয়েছিল ইজরায়েল (Israel)। ইসফাহানের একটি বিমানবন্দরও আইডিএফ-এর নিশানায় ছিল। তবে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকার ফলে ওই ড্রোনগুলি ধ্বংস করে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ইরান ভূখণ্ডে আকাশপথে ইজরায়েলি ড্রোন হামলার কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভোররাতে ইরানের আকাশে ক্ষেপণাস্ত্র হামলার জেরে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়েছে সেদেশের বিমান পরিষেবা।
গত ১৩ মার্চ শনিবার মধ্যরাতে ইজরায়েলের (Israel) উপর হামলা চালায় ইরান সেনাবাহিনী। ২০০টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিয়ে ইজরায়েলের ভূখণ্ডে নিক্ষেপ করেছিল ইরান ফৌজ। তবে নির্দিষ্ট লক্ষ্যে পৌছনোর আগেই ইরানের সমস্ত ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছিল আইডিএফ। ইরানের ড্রোন ধ্বংস করতে ইজরায়েলকে সহায়তা করেছিল আমেরিকা। তবে সেই হামলার আগে গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানি দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইজরায়েল। তাতে নিহত হয়েছিলেন ইরানের কয়েকজন কূটনীতিক এবং সামরিক প্রতিনিধি। যার ফলে ইরান-ইজরায়েলের দীর্ঘদিন ধরে চলা ছায়াযুদ্ধ এবার মুখোমুখি যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করেছে।