ইয়ামেনে হামলা চালাল ইজরায়েল (ছবিঃX)

নয়াদিল্লিঃ ইয়ামেনে (Yemen) হামলা চালাল ইজরায়েল (Israel))। ইয়ামেনের তিনটি বন্দর (Port)এবং একটি বিদ্যুৎকেন্দ্রে (Power Pants) হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। প্রায় একমাস পর ইয়ামেনে সরাসরি হামলা চালাল ইজরায়েল। এক্ষেত্রে তাদের দাবি, হুতিরা বারবার ইজরায়েলের উপর আক্রমণ করায় এই হামলা। ইজরায়েলি সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, হোদেইদা, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে। হোদেইদায় আঘাত হানার ফলে অচল হয়ে পড়েছে প্রধান বিদ্যুৎকেন্দ্র যার জেরে অন্ধকারে ডুবেছে গোটা শহর। যদিও হুতিদের এক মুখপাত্র জানিয়েছেন, ইয়ামেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইজরায়েলি হামলাকে প্রতিহত করতে সমর্থ হয়েছে।

ইয়ামেনে আঘাত ইজরায়েলি সেনার, কেন হামলা?

অন্যদিকে ইজরায়েলি সেনার দাবি, ইয়ামেনের রাস ইসা বন্দরে 'গ্যালাক্সি লিডার' নামের একটি জাহাজেও হামলা চালানো হয়েছে। এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।উল্লেখ্য, ২০২৩ সালে এই জাহাজটি দখল করেছিল হুতিরা। যদিও জাহাজে হামলার কথা শোনা যায়নি হুথিদের মুখে। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতি ইজরায়েলের উপর বারেবারে আক্রমণ শানায়,।  লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে চলাচলকারী জাহাজে হামলা চালানো হয়। যার প্রভাব পড়ে বিশ্ব বাণিজ্যেো। যদিও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই এই  হামলা বলে দাবি হুথিদের।

 ইয়ামেনের বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হামলা ইজরায়েলি সেনার, অন্ধকারে ডুবল শহর