IDF Attacks Lebanon (Photo Credit: Twitter)

মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা বাড়ছে, সেই সময় ফের ইজরায়েলকে (Israel)  লক্ষ্য করে হামলা চালাল ইরান। ইজরায়েলি সেনার দর দফতরে ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হেজবুল্লার ছোড়া মিসাইল আছড়ে পড়ার পর থেকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। দক্ষিণ লেবাননের একটি গ্রামে জঙ্গিদের খোঁজে ইজরায়েল যে  বিমান হামলা চালায়, তার প্রতিশোধেই পালটা হানাদারি কাতিউশা রকেটের মাধ্যমে।

এবার উত্তর ইজরায়েলে সে দেশের সেনা বাহিনীর দফতরে হেজবুল্লা জঙ্গিদের তরফে কাতিউশা রকেট ছোড়া হয়। এমনই দাবি করা হয় লেবাননের (Lebanon) জঙ্গি গোষ্ঠীর তরফে।

আরও পড়ুন:  Israel: ৭ অক্টোবর ইজরায়েল ভূখণ্ডে হামাস হামলায় গোয়েন্দা সংস্থার ব্যর্থতা, ইস্তফা দফতর প্রধানের

লেবাননের বিবৃতি এবং দাবির প্রেক্ষিতে ফের মুখো খোলে ইজরায়েল। আইডিএফের দাবি, তারা যে হামলা চালিয়েছে, তা লেবাননের আরজাউন এলাকায়। আরজাউনে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়, যার জেরে সাধার ণ মানুষের উপর কোনও আঘাত করা হয়নি। কোনও ক্ষতি ও হয়নি বলে পালটা দাবি ইজরায়েলের।

দেখুন আইডিএফের প্রকাশ করা ফুটেজ...