Donald Trump's Reaction (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৫ জুন: ইরানের (Iran) পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে যুদ্ধ বিরতির দাবি করা ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবার পালটা চাল দিলেন। মার্কিন প্রেসিডেন্ট (US President) বলেন, আগামী সপ্তাহে আমেরিকার সঙ্গে ইরানের কথা হতে পারে। মার্কিন আধিকারিকরা আগামী সপ্তাহে ইরানের আধিকারিকদের বৈঠকে বসতে পারেন বলে জানান ট্রাম্প। গত ১৩ জুন থেকে ইজরায়েলের (Israel-Iran War) সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয়। ১২ দিন ধরে চলে সেই যুদ্ধ। মঙ্গলবার ইজরায়েল এবং ইরানের সংঘর্ষ বিরতি ঘোষণা হতেই এবার পালটা সুর ট্রাম্পের গলায়। যুদ্ধের মাঝে যে ইরানকে ট্রাম্প ক্রমাগত হুমকি দিয়েছেন, এবার সেই দেশের সঙ্গে আমেরিকা আলোচনায় বসতে পারেন বলে জানান।

আরও পড়ুন: Shocking Video: যুদ্ধের বিষ কোথায় নিয়ে যাচ্ছে মানুষকে? ২ বছরের এক ইরানি শিশুকে তুলে আছাড় মারল বেলারুশের ইহুদি, ভাইরাল ভিডিয়ো

মঙ্গলবার ইজরায়েল এবং ইরানের মাঝে যুদ্ধ বিরতি ঘোষণা হওয়ার আড়াই ঘণ্টার মধ্যে তেল আভিভের বীরসাভায় হামলা শুরু করে তেহরান। যার পরই ইজরায়েল ফের পালটা হামলার নির্দেশ দেয়। যার প্রেক্ষিতে ট্রাম্প দু পক্ষকেই সংঘর্ষ থামানোর কথা বলেন। বন্দুক ঘরে রাখতে বলেন। এমনকী দুই দেশ যুদ্ধ করে কী পাচ্ছে বলে একটি অপশব্দও ব্যবহার করেন ট্রাম্প।

ইরান, ইজরায়েলের যুদ্ধের মাঝে নেদারল্যান্ডে ন্যাটোর সম্মেলনে হাজির হন ট্রাম্প। সেখানেই তিনি বলেন, আগামী সপ্তাহে ইরানের সঙ্গে তাঁরা আলোচনায় বসতে পারেন। তেমন সম্ভাবনা রয়েছে। তবে কবে বসবেন, সে বিষয়ে কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। তবে ওই আলোচনায় একটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও জানান ট্রাম্প।