দিল্লি, ১৮ জুন: ইরান (Iran) থেকে ১১০ জন ভারতীয়কে (Indian Students) ফেরাচ্ছে ইরান। বিমানে বসিয়ে ১১০ ভারতীয় ছাত্রকে দেশে ফেরানো হচ্ছে দিল্লির তরফে। রিপোর্টে প্রকাশ, বুধবারই ওই ১১০ জন ভারতীয় পড়ুয়া দিল্লিতে (Delhi) নামবেন। যে ১১০ জন ভারতীয় পড়ুয়াকে ভারতে ফেরানো হচ্ছে,তার মধ্যে ৯০ জন জম্মু কাশ্মীরের। প্রত্যেককে ইরান থেকে প্রথমে আর্মেনিয়ায় পাঠানো হয়। এরপর আর্মেনিয়া থেকে ওই ভারতীয় পড়ুয়াদের ভারতের উদ্দেশে রওনা করায় বিদেশ মন্ত্রক।
দিল্লিগামী বিমানে উঠছেন ভারতীয় পড়ুয়ারা...
First visuals: 110 Indian students, including 90 students from UT of J&K evacuated from Iran via Armenia boarding a commercial flight to India. They arrive in Indian National Capital Delhi later tonight. pic.twitter.com/jPy399hGqI
— Sidhant Sibal (@sidhant) June 18, 2025
জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, ওই ১১০ জন ভারতীয় পড়ুয়াকে প্রথমে ইরান থেকে আর্মেনিয়ায় নিয়েে যাওয়া হয়। এরপর সেখান থেকে তাঁরা পৌঁছন দোহায়। এরপর দোহা থেকে দিল্লির বিমান ধরেন ওই ১১০ জন পড়ুয়া। দোহা থেকে ভারতীয় পড়ুয়ারা যে বিমানে উঠেছে, তা দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে রাত ১০.১৫ মিনিটে।
জানা যাচ্ছে, ইরানে প্রায় ৪ হাজার ভারতীয় রয়েছেন। যাঁদের মধ্যে বহু পড়ুয়ার বাস। এই সমস্ত পড়ুয়ারা ডাক্তারি পড়তেই ইরানে পাড়ি দেন বলে জানা যায়।