দিল্লি, ১ অক্টোবর: এবার তেল আভিভে (Tel Aviv)হামলার তোড়জোড় করছে হেজবুল্লা (Hezbo। তেল আভিভে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের যে হেড কোয়ার্টার রয়েছে, সেই দফতর নিশানা করল হেজবুল্লা। মোসাদের হেড কোয়ার্টার লক্ষ্য করে হেজবুল্লা যে কোনও সময় আরও বড় মিসাইল হামলা চালাতে পারে বলে আশঙ্কা। এমনই খবর মিলছে।
মোসাদের হেড কোয়ার্টার লক্ষ্য় করে মিসাইল ছুঁড়ছে হেজবুল্লা...
More footage of salvo of Hezbollah Fadi-4 missiles launched at Israel’s Glilot base, Mossad HQ on outskirts of Tel Aviv. pic.twitter.com/KijjaBihtU
— PalMedia (@PalBint) October 1, 2024
তেল আভিভে মোসাদের হেড কোয়ার্টার লক্ষ্য করে হামলা...
Hezbollah says it launched a barrage of Fadi-4 rockets at the Glilot base of unit 8200 Military and the Mossad HQ, located on the outskirts of Tel Aviv. The statement added that the missile was launched to the chants of "We are at your service, O Nasrallah!”.
The IDF said… pic.twitter.com/rKQcr5Dbf2
— Ariel Oseran (@ariel_oseran) October 1, 2024
পাশাপাশি ইজরায়েল কোনওভাবেই লেবাননে প্রবেশ করতে পারেনি। এবার এমনই দাবি করা হল হেজবুল্লার তরফে। হেজবুল্লার মুখপাত্র মহম্মদ আফিফির দাবি, লেবাননে আইডিএফ প্রবেশ করেছে বলে যে দাবি করা হচ্ছে,তা পুরোপুরি মিথ্যে।
তবে হেজবুল্লাকে সমর্থন করে ইরান যদি কোনওভাবে হামলা চালায় ইজরায়েলে, তাহলে তার প্রভাব ভুগতে হবে। ইজরায়েলে হামলা চালালে, কেউ ছাড় পাবে না বলে স্পষ্ট জানানো হয় পেন্টাগনের তরফে।