Hezbollah Attacks Israel (Photo Credit: X)

দিল্লি, ১ অক্টোবর: এবার তেল আভিভে (Tel Aviv)হামলার তোড়জোড় করছে হেজবুল্লা (Hezbo। তেল আভিভে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের যে হেড কোয়ার্টার রয়েছে, সেই দফতর নিশানা করল হেজবুল্লা। মোসাদের হেড কোয়ার্টার লক্ষ্য করে হেজবুল্লা যে কোনও সময় আরও বড় মিসাইল হামলা চালাতে পারে বলে আশঙ্কা। এমনই খবর মিলছে।

মোসাদের হেড কোয়ার্টার লক্ষ্য় করে মিসাইল ছুঁড়ছে হেজবুল্লা...

তেল আভিভে মোসাদের হেড কোয়ার্টার লক্ষ্য করে হামলা...

 

 

আরও পড়ুন: Israel-Hezbollah War: দক্ষিণ লেবাননে ঢুকে পড়ল ইজরায়েলি সেনা, আরও ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কায় কাঁপছে মধ্য প্রাচ্য

পাশাপাশি ইজরায়েল কোনওভাবেই লেবাননে প্রবেশ করতে পারেনি। এবার এমনই দাবি করা হল হেজবুল্লার তরফে। হেজবুল্লার মুখপাত্র মহম্মদ আফিফির দাবি, লেবাননে আইডিএফ প্রবেশ করেছে বলে যে দাবি করা হচ্ছে,তা পুরোপুরি মিথ্যে।

তবে হেজবুল্লাকে সমর্থন করে ইরান যদি কোনওভাবে হামলা চালায় ইজরায়েলে, তাহলে তার প্রভাব ভুগতে হবে। ইজরায়েলে হামলা চালালে, কেউ ছাড় পাবে না বলে স্পষ্ট জানানো হয়  পেন্টাগনের তরফে।