Gaza (Photo Credits: IANS)

গাজার সবচেয়ে বড় আল শিফা হাসপাতালের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। গাজার অন্যতম বড় হাসপাতাল আল শিফায় ইজরায়েলি হামলার পর সেখানকার সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এমনই জানানো হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। হু-এর তরফে জানানো হয়, ইজরায়েলি সেনা আল শিফা হাসপাতালে হামলার পর সেখান থেকে মানুষ পালাতে শুরু করেন। আল শিফা হাসপাতাল ছেড়ে পালাতে গিয়ে অনেকের গায়ে গুলি লাগে। কেউ বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যান। ইজরায়েলের হামলার পর আল শিফা হাসপাতাল থেকে প্রায় ১০ হাজার মানুষকে সরানোর চেষ্টা করা হয়। কিছু মানুষকে নিরাপদে সরানো গেলেও, বাকিদের অঝোরে প্রাণ যা বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জারি করা এক বিবৃতিতে জানানো হয়।

প্যালেস্তাইনের স্বাস্থ্য দফতরের  খবর অনুযায়ী, ইজরায়েলি হামলার মাঝে  এখনও অনেকে আল শিফা হাসপাতাল ছাড়তে পারেননি। সেখানে এখনও ৬০০ থেকে ৬৫০ রোগী আটকে। ৫০০ স্বাস্থ্যকর্মী এখনও হাসপাতাল ছাড়তে পারেননি। সবকিছু মিলিয়ে গাজার আল শিফা হাসপাতালের কী অবস্থা বর্তমানে, তা নিয়ে ধ্বন্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।