ইজরায়েল হামাসের মধ্যে যুদ্ধের জেরে নিরাপত্তা সংক্রান্ত যে সমস্যা তৈরি হওয়া এবং সাধারণ মানুষের প্রাণ যাওয়া নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ভারত। ইউনাইটেড নেশনসে ভারতের পক্ষ থেকে তাই দু পক্ষকেই হিংসা থেকে বিরত থাকতে আহব্বান জানানো হল।
জাতি সঙ্ঘে নিযুক্ত ভারতের ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ (Deputy Permanent Representative) যোজনা প্যাটেল (Yojna Patel) তার বিবৃতিতে এই মন্তব্য করেন। তিনি জানান " ভারত সবসময় আলোচনার মাধ্যমে ইজরায়েল প্যালেস্তাইন ইস্যুতে দুটি রাষ্ট্রের কথা জানিয়েছে যেখানে ইজরায়েলের সঙ্গে পাশাপাশি নির্দিষ্ট সীমান্তের মাধ্যমে থাকবে প্যালেস্তানীয়েরা।আমার দুপক্ষকেই বিবাদ থামানোর জন্য আহব্বান জানাচ্ছি এবং কথা বার্তার মাধ্যমে যাতে শান্তি প্রতিষ্ঠা করা যায় তার আহব্বানও জানায়"।
প্যাটেলের তরফে হামাসের ৭ অক্টোবরের ইজরায়েলে হামলার ঘটনাকে ভয়ানক অ্যাখা দেওয়া হয়েছে এবং পণবন্দীদের যাতে দ্রুত মুক্তি দেওয়া হয় তার আবেদন জানানো হয়েছে।
এদিকে গাজাতে ক্রমাগত খারাপ হতে থাকা পরিস্থিতি নিয়েও নিজের বক্তব্য জানিয়েছেন তিনি। গাজাতে যে সাধারণ মানুষের বিভিন্ন ধরনের সংকট এই মূহূর্তে চলছে তাতে মনোযোগ দেওয়ার কথা জানান তিনি। এছাড়া আর্ন্তজাতিক ক্ষেত্রে যুদ্ধ বন্ধ করার যে প্রয়াস দেখানো হয়েছে এবং গাজাতে সাহায্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে সেই সিদ্ধান্তকে ভারতকে স্বাগত জানাই বলে জানিয়েছেন যোজনা প্যাটেল।
"We urge parties to de-escalate, eschew violence": India on Israel-Hamas war at UN
Read @ANI Story | https://t.co/bPBSwkCJQQ#India #Israel #Hamas #UNGA #UnitedNations pic.twitter.com/gTqDFov6cG
— ANI Digital (@ani_digital) October 27, 2023