গাজায় (Gaza) যুদ্ধ বিরতির উদ্দেশে এবার ফের জরুরি পদক্ষেপ করা হচ্ছে রাষ্ট্রসংঘের (UN) তরফে। গাজায় যুদ্ধ বিরতির উদ্দেশে এবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের তরফে একটি প্রস্তাব পাশ করানো হয়েছে। যেখানে যুদ্ধ বিরতির দাবিতে পক্ষে ভোটদান করে ১৫৩টি দেশ। অন্যদিকে ২৩টি দেশ ভোট না দিয়ে নীরব রয়েছে। সেই সঙ্গে ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র-সহ ১০টি দেশ যুদ্ধ বিরতির বিপক্ষে ভোট দিয়েছে বলে খবর। যা নিয়ে ইতিমধ্যেই ফের আন্তর্জাতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। গাজায় যুদ্ধ বিরতির পক্ষে ১৫৩টি দেশ ভোট দেওয়ায়, এবার বহু দেশ ইজরায়েলের বিপক্ষে যেতে পারে বলে সতর্ক করল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথায়, গাজায় যুদ্ধ বিরতির পক্ষে যে হারে ভোট পড়েছে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে, তাতে বহু দেশ ইজরায়েলের (Israel) বিপক্ষে চলে যেতে পারে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।
আরও পড়ুন: Hamas-এর অর্ধেক কমান্ডার খতম, দাবি Israel-এর
গাজায় যেভাবে নির্বিচারে বোমাবর্ষণ করা হচ্ছে, তার জেরেই আন্তর্জাতিক গোষ্ঠী এবার ইজরায়েলের বিপক্ষে চলে যেতে পারে। এমনই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
ইজরায়েলের হামলায় হামাস ক্রমশ ধ্বংসের মুখে যাচ্ছে বলে সম্প্রতি মন্তব্য করেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী...