Gaza (Photo Credit: Twitter)

ইজরায়েল হামাসের যুদ্ধে লেবাননের জড়িয়ে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করল জাতিসঙ্ঘ। এরপাশাপাশি গাজায় হামলার জেরে যেভাবে সাধারণ মানুষ নিহত হচ্ছেন তার জেরে যুদ্ধ বন্ধেরও দাবি জানানো হয়েছে জাতিসঙ্ঘের মুখপত্র টেনেনটির তরফে।

রবিবার দক্ষিণ লেবাবননে একটি গাড়িতে ড্রোন হামলার জেরে মারা যায় ৩ শিশু এবং তাদের দিদিমা। সোমবার পর্যন্ত ইজরায়েল লেবাননের দিকে হামলা চালিয়ে যায় বেশ কিছু এলাকায়। পাশাপাশি বেশ কিছু হেজবোল্লার সামরিক ঘাটিও নষ্ট করেছে ইজরায়েলি সেনা।

সোমবার লেবানন থেকে দক্ষিণ ইজরায়েলের দিকে ৩০ টি রকেট ছোড়া হয়।যার জেরে ইজরায়েলের তরফেও পাল্টা আঘাত হানা হয়।এই রকেট হামলার দায় স্বীকার করেছে হামাস।

৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে লেবানন সীমান্তেও বেড়েছে উত্তেজনা। এছাড়া জাতিসঙ্ঘের মুখপত্রের তরফে আরও জানানো হয়েছে যে, ইজরায়েলের কোন রকমের বাড়বাড়ন্ত ঐতিহাসিক বিপদের মুখে ফেলে দিতে পারে বিশ্বকে। হেজবোল্লার তরফেও যুদ্ধবিরতির জন্য ইজরায়েলকে বারবার সতর্কতা জানানো হয়েছে।