ইজরায়েল হামাস যুদ্ধের মধ্যেই গাজাতে যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য সাহায্য পাঠাল ভারত। মোট ৩৮ টন সামগ্রী এবং ওযুধ গাজাতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।ইউনাইটেড স্টেটস সিকিউরিটি কাউন্সিলে এমনটাই জানিয়েছেন জাতিসঙ্ঘে নিযুক্ত ভারতের ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ আর রবীন্দ্র।
ভারতের পক্ষ থেকে এই যুদ্ধে উদ্বিগ্নতা প্রকাশ করা হয় এবং সাধারণ মানুষের মৃত্যুতেও দুঃখ প্রকাশ করা হয়। ৭ অক্টোবর যে হামলা করা হয়েছিল ইজরায়েলে তার নিন্দা করা হয় ভারতের পক্ষ থেকে। প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের নেতাদের মধ্যে অন্যতম যিনি এই হামলার নিন্দা করেছিলেন।
এই কঠিন পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে প্যালেস্তাইনে আরও মানবিক সাহায্য পাঠানো হবে বলে জানিয়েছেন জাতিসঙ্ঘে নিযুক্ত ভারতের ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ আর রবীন্দ্র।
তবে এর পাশাপাশি ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে তৃণমূল স্তরের প্যালেস্তানীয়দের উন্নয়নমূলক কার্যকলাপের ওপর রয়েছে তাদের সমর্থন । এছড়া দুই গোষ্ঠীর মধ্যে যাতে শান্তিপূর্ণ দীর্ঘমেয়াদী সমাধান করা যায় তার ব্যবস্থার জন্য আওয়াজ তোলা হয় ভারতের পক্ষ থেকে।
"Sent 38 tons of humanitarian goods to Palestinian people: India at UNSC amid Israel-Hamas war
Read @ANI Story | https://t.co/UK6CsBlJsX#India #HumanitarianAid #Israel #Hamas #Palestine pic.twitter.com/p0xg7jHh5i
— ANI Digital (@ani_digital) October 25, 2023