গাজার আল শিফা হাসপাতালে উদ্ধার কাজ শুরু করা হবে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আল শিফায় শুরু হবে উদ্ধার কাজ। শনিবার এমনই জানানো হয় ইজরায়েলের তরফে। এএফপির খবর অনুযায়ী, আইডিএফের তরফে আল শিফা হাসপাতালের ডিরেক্টর মহম্মদ আল সালমিয়ার সঙ্গে কথা বলা হয়। মহম্মদ আবু সালমিয়া যাতে উদ্ধার কাজে সাহায্য করেন, সে বিষয়ে আবদেন ডানায় আইডিএফ। হাসপাতালে কত রোগী, চিকিৎসক, চিকিৎসা কর্মীরা রয়েছেন, তার খোঁজ করে ইজরায়েলকে জানানোর কথা বলেন। মহম্মদ আবু সালমিয়ার কথা অনুযায়ী, সেই সব মানুষদের উদ্ধার করা হবে বলে জানায় ইজরায়েলি সেনা। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আল শিফা হাসপাতালে উদ্ধার কাজ শুরু হবে বলে শনিবার জানানো হয় ইজরায়েলি সেনার তরফে।
এদিকে ইজরায়েলের অভিযানের পর থেকে এখনও পর্যন্ত গাজায় ১১,৪৭০ প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে রিপোর্ট প্রকাশ। একের পর এক মৃত্যুর পাশাপাশি গাজা থেকে নিখোঁজ ২ হাজারের বেশি মানুষ। ইজরায়েলের অভিযানের জেরে এত মানুষ কীভাবে নিখোঁজ, সে বিষয়েও জোর চর্চা শুরু হয়েছে প্রায় গোটা বিশ্ব জুড়ে।