ইজরায়েলের সঙ্গে হামাসের রক্তক্ষয়ী লড়াইয়ে (Israel-Hamas War) প্রতি নিয়ত বলি হয়ে চলেছে নিরীহ প্রাণ। পুরুষ, মহিলা, শিশু নির্বিশেষে যুদ্ধের বলি সকলেই। ইজরায়েলের (Israel) একের পর এক প্রাণঘাতী বোমাবর্ষণের জেরে গাজায় (Gaza) ইতিমধ্যেই মৃত্যু সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে গিয়েছে। যার মধ্যে অর্ধেকের বেশি মহিলা এবং শিশুর সংখ্যা। এরই মাঝে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য দফতরের জরুরি চিকিৎসা কেন্দ্র অভিযোগ করেছে, ইজরায়েল আগ্রাসনে শিকার গাজায় প্রতি ১০ মিনিটে একজন করে শিশুর মৃত্যু হচ্ছে, আহত হচ্ছে দুজন করে।
যুদ্ধ বিধ্বস্ত গাজায় (Gaza) একেবারে ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। এদিকে গাজার উপর ইজরায়েলের বিস্ফোরক বোমা হামলা থামার নাম নেই। যার জেরে প্রতিদিন ৪০-৫০ জন আহত শিশুকে চিকিৎসার জন্যে মিশরে নিয়ে আসা হচ্ছে। দুই দেশের যুদ্ধের বলি হওয়া থেকে শিশুদের রক্ষা করতেই ১ নভেম্বর থেকে গাজার আহত শিশুদের চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হচ্ছে মিশরে।
গত ৭ অক্টোবর, সীমান্ত টপকে দক্ষিণ ইজরায়েলে ঢুকে পড়ে তাণ্ডব চালিয়েছিল হামাস জঙ্গিরা (Hamas)। পালটা যুদ্ধ (Israel-Hamas War) ঘোষণা করে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। প্যালেস্তাইন (Palestine) জঙ্গি সংগঠন হামাস ঘাঁটি গাজার (Gaza) ওপর কিছুতেই রাগ কমছে না ইজরায়েলের। আকাশপথে হানায় ইতিমধ্যেই উত্তর গাজা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এবার গাজায় পরমাণু বোমা ফেলার হুমকি দিলেন ইজরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলিয়াহু। যিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বেশ ঘনিষ্ঠ নেতা।