ইজরায়েলে পৌঁছে সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করলেন জো বাইডেন। নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের আগে গাজার যে হাসপাতালে বিস্ফোরণ হয়েছে, তা খতিয়ে দেখেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, গাজার হাসপাতালের বিস্ফোরণের তথ্য দেখে ধারণা, তা অন্য দিক থেকে হয়েছে। অর্থাৎ গাজার হাসপাতালে ইজরায়েলের বোমারু বিমান বিস্ফোরণ ঘটিয়েছে বলে যে দাবি করা হচ্ছিল, তা কার্যত নস্যাৎ করে দেন বাইডেন। গাজার হাসপাতালের বিস্ফোরণ দেখে স্পষ্ট, তা ইজরায়েল করেনি বলে স্পষ্ট জানিয়ে দেন জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, হামাস ইজরায়েলে হামলা চালিয়ে ১৩০০ জনকে নৃশংসভাবে হত্যা করেছে। নিহতদের মধ্যে ৩১ জন আমেরিকান। ইজরায়েলে হামলা চালিয়ে হত্যালীলার পাশাপাশি বহু মানুষকে অপহরণ করেছে হামাস। শিশুরাও রয়েছে হামাসের অপহৃতদের তালিকায়। য়ে নৃশংসতা হামাস দেখিয়েছে, তা আইসিসের সমতুল্য বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে গাজা হাসপাতালে যে বিস্ফোরণ হয়েছে, তার জন্য দায়ি নয় ইজরায়েল। গাজা হাসপাতালে বিস্ফোরণের পর এমনই দাবি করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসালামিক জেহাদের সদস্য ইজরায়েলিদের হত্যা করতে রকেট ছোঁড়ে। সেই রকেট ভুলভাবে ছোঁড়ায় তা বিস্ফোরিত হয়। অর্থাৎ হামাস জঙ্গিদের ছোঁড়া রকেট ফেটেই গাজা হাসপাতালে বিস্ফোরণ হয়েছে বলে দাবি করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু যে দাবি-ই করুন না কেন, তা নিয়ে বিশ্ব জুড়ে জোর সমালোচনা শুরু হয়। এবার প্রধানমন্ত্রীর দাবির প্রেক্ষিতে পালটা অডিয়ো প্রকাশ করা হল ইজরায়েল ডিফেন্স ফোর্সের তরফে। যে ভিডিয়োতে হামাস জঙ্গিদের বলতে শোনা যায়, তাঁদের ছোঁড়া রকেট বিস্ফোরিত হয়ে কীভাবে গাজা হাসপাতালে আঁছড়ে পড়ে।