গাজার আল শিফা হাসপাতালে হামাসের গোপণ সুড়ঙ্গ আবিষ্কার করেছে ইজরায়েলি সেনা। আল শিফায় যে এমআরআই ইউনিট রয়েছে, সেখানে অস্ত্র জড়ো করেছে রেখেছে হামাস। ভিডিয়ো প্রকাশ করে এমন দাবিও করা হয় আইডিএফের তরফে। এবার আল শিফা হাসপাতাল থেকে উদ্ধার করা হল ইজরায়েলের এক পণবন্দি মহিলার দেহ। গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলার পর অন্যদের সঙ্গে ওই মহিলাকেও পণবন্দি করা হয়। ৬৫ বছরের ওই ইহুদি মহিলার মৃতদেহ গাজার আল শিফা হাসপাতালে হামাসের ডেরা থেকে উদ্ধার করা হয়েছে বলে খবর।
প্রসঙ্গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলার সময় হামাস ওই মহিলার স্বামী স্যামুয়েলকে তাঁর চোখের সামনে হত্যা করে। স্বামীকে হত্যার পর হামাস এরপর বছর ৬৫-র ওই মহিলাকে অপহরণ করে জানানো হয় ইজরায়েলি সেনার তরফে।
এদিকে আল শিফা হাসপাতালে প্রচুর অস্ত্র মজুদ বলে যে দাবি আইডিএফের তরফে করা হচ্ছে, তার কোনও ভিত্তি নেই। আল শিফায় অভিযান চালানোর পর যেসব দাবি করা হচ্ছে ইজরায়েলি সেনার তরফে, তা নস্যাৎ করে দেয় প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাস।