গাজার (Gaza) আল শিফা (Al-Shifa) হাসপাতালে হামলা চালাল ইজরায়েল (Israel)। আল শিফা হাসপাতালে হামাস জঙ্গিরা লুকিয়ে রয়েছে কি না, তার জেরেই গাজায় ফের হামলা শুরু করে আইডিএফ। ইজরায়েলি সেনার দাবি, হামাসের এক উচ্চ পর্যায়ের নেতা আল শিফা হাসপাতালে লুকিয়ে। আল শিফা হাসপাতাল থেকে তার জেরে আইডিএফের বিরুদ্ধে একের পর এক ক্ষেপনাস্ত্র হামলা চালানো হচ্ছে। হামাসের ওই নেতার খোঁজেই গাজার হাসপাতালে হামলা বলে দাবি আইডিএফের। আল শিফা হাসপাতালে হামলার সঙ্গে সঙ্গে গোটা গাজা ভূখণ্ড জুড়ে আতঙ্ক বাড়তে শুরু করে। হামলার আগে আল শিফার চারপাশ ঘিরে ফেলে আইডিএফ। ফলে মানুষ তাঁবুর মধ্যে লুকিয়ে পড়তে শুরু করেন। যে কোনও মুহূর্তে ইজরায়েলি সেনা হামলা চালাতে পারে, এই আশঙ্কা থেকেই প্রাণ হাতে নিয়ে মানুষ তাঁবুর মধ্যে ভয়ে কুঁকড়ে যেতে শুরু করেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
এরপর হাসপাতাল লক্ষ ঘিরে গুলিবর্ষণ শুরু করে ইজরায়েলি সেনা। আইডিএফের সঙ্গে এরপর হামাস জঙ্গিদের তীব্র গুলির লড়াই শুরু হয়। শুধু তাই নয়, আল শিফা হাসপাতালে প্রবেশের পর সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়। যা থেকে উত্তেজনা ফের ছড়াতে শুরু করে।