Israel-Hamas War (Photo Credits: X)

ইজরায়েলের সঙ্গে হামাসের সংঘাত (Israel-Hamas War) ক্রমেই সাংঘাতিক চেহারা নিচ্ছে। ইজরায়েল এবং প্যালেস্তাইন মিলিয়ে নিহতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। ইজরায়েলে হামাস হামলার পালটা নিশানা গাজা (Gaza)। ইজরায়েলি যুদ্ধ বিমানের একের পর এক হামলায় বিধ্বস্ত অবস্থা গাজার। তার উপর বিদ্যুৎ, খাদ্য, জলের অভাব গাজাবাসীদের অবস্থা বেহাল করে তুলেছে। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রসংঘকে গাজা থেকে তার কর্মীদের সরিয়ে নিতে অনুরোধ করেছে। এছাড়াও বেসামরিক নাগরিকদের গাজা উপত্যকার দক্ষিণ অংশে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। এতদিন ধরে আকশপথে বোমারু বিমান হামলার পর ইজরায়েলি সেনাবাহিনী তাদের আসন্ন স্থল অভিযান অর্থাৎ গাজার প্রবেশ করে হামলা চালানোর প্রস্তুতি শুরু করেছে। আর সেই কারণেই রাষ্ট্রসংঘের কর্মী এবং বেসামরিক নাগরিক বা সাধারণ মানুষদের গাজা থেকে সরিয়ে আনার নির্দেশ দিয়েছে ইজরায়েল (Israel)।

ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্যে একটি আলাদা সরকার গঠন করা হয়েছে সে দেশে। ইজরালেয়ের বোমা বর্ষণের জেরে গাজায় ঘরছাড়া হয়েছেন ৪ লক্ষের বেশি সাধারণ মানুষ। যুদ্ধে ইজরায়েলকে সমর্থন করলেও আমেরিকা আবেদন করেছে যাতে গাজার সাধারণ মানুষের উপর হামলা চালানো না হয়। তাই রাষ্ট্রসংঘের বৈঠকে উত্তর গাজা স্ট্রিপ ২৪ ঘন্টার মধ্যে খালি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওই এলাকায় ১০ লক্ষেরও বেশি বেসামরিক নাগরিকের বসবাস। এদিকে ইতিমধ্যেই প্রথম অস্ত্র বোঝাই বিমান আমেরিকা থেকে ইজরায়েলে পাঠিয়েছেন জো বাইডেন সরকার।

অন্যদিকে ইজরায়েল ও হামাসের যুদ্ধের মধ্যে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরতে অপারেশন অজয় (Operation Ajay) চালু করেছে দিল্লি। বৃহস্পতিবার রাতে প্রথম ব্যাচের যাত্রীরা (First batch of Indian passengers) বিমানে চেপে তেল আভিভ (Tel Aviv) বিমানবন্দর থেকে দেশে ফিরেছে।