Gaza (Photo Credits: IANS)

ইজরায়েলের (Israel) একের পর এক বিস্ফোরক বোমার আঘাতে শ্মশানপুরীতে পুরিনত হয়েছে উত্তর গাজা। এবার লক্ষ্য দক্ষিণ গাজা। উত্তর গাজা নিশ্চিহ্ন করে দক্ষিণ গাজাকে নিজেদের পরবর্তী লক্ষ্য করেছে ইজরায়েল সামরিক বাহিনী (Israel Defense Forces)। গোয়েন্দা মারফত ইজরায়েলের কাছে খবর, দক্ষিণ গাজায় গা ঢাকা দিয়ে রয়েছে হামাসের শীর্ষ নেতারা। ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ (Israel-Hamas War) শুরু হওয়ার দিন কয়েকের মধ্যেই উত্তর গাজাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে করে নিয়েছিল ইজরায়েল। গাজাবাসীদের নিরাপত্তার জন্যে পাঠানো হয়েছিল দক্ষিনে। তবে গোয়েন্দা সূত্রে দক্ষিণ গাজায় হামাস শীর্ষ নেতাদের লুকিয়ে থাকার খবর মিলতেই এবার সেখানে পরবর্তী হামলার ঘোষণা করেছে আইডিএফ (IDF)।

ইতিমধ্যেই গাজার আল শিফা হাসপাতালে অভিযানের মাঝ পথে রয়েছে ইজরায়েল। ওই হাসপাতালে হামাস নেতাদের লুকিয়ে থাকার খবর পেয়েই হাসপাতাল ঘিরে ফেলে হামলা শুরু করে ইজরায়েলি সেনা। সেখান থেকে একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে বলেই জানিয়েছে আইডিএফ। হাসপাতাল থেকে মিলেছে হামাস জঙ্গিদের ইউনিফর্মও। ইজরায়েলের অভিযানের পর থেকে এখনও পর্যন্ত আল শিফা হাসপাতালে ১১,৪৭০ প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর। প্রাণ হারিয়েছে বহু হাসপাতালে চিকিৎসারত শিশু, এমনকি সদ্যজাতরাও। ইজরায়েল সামরিক বাহিনীর তাণ্ডবে গাজার আল শিফা হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। কয়েক হাজার মৃত্যুর পাশাপাশি গাজা থেকে  নিখোঁজ ২ হাজারের বেশি মানুষ।

গত ৭ অক্টোবরে ইজরায়েলের উপর হামলা চালায় হামাস (Hamas)। ইজরায়েলে হামলার জেরে হামাস ১৪০০ মানুষকে হত্যা করে। হামাসের হামলার পর জঙ্গি গোষ্ঠীকে ধ্বংস করতে পালটা ভয়াবহ হামলা শুরু করে ইজরায়েল। এক নাগাড়ে হামলার জেরে গাজা ইতিমধ্যেই কার্যত 'মৃত্যুপুরীতে' পরিণত হয়েছে। যা নিয়ে আশঙ্কায় প্রায় গোটা বিশ্ব।