Israel-Hamas War (Photo Credit: Twitter)

ইজরায়েলকে (Israel)  লক্ষ্য করে পরপর ২টি ড্রোন ছোড়ে ইরাকের জঙ্গিরা। ইজরায়েলকে লক্ষ্য করে পরপর ২টি ড্রোন ছুড়লে, ইরান সমর্থিত জঙ্গিদের ক্ষেপনাস্ত্রকে গুলি করে নামায় আইডিএফ (IDF)। বছর শেষে উত্তর এবং মধ্য ইজরায়েলের দিকে পরপর রকেট হামলা (Hamas) শুরু করে হামাস জঙ্গিরা। পরপর ২০টি রকেট যখন হামাস জঙ্গিরা ছোড়ে, সেই সময় ইরাকের দিক থেকেও শুরু হয় পালটা হামলা। ফলে ইরান সমর্থিত ইরাকের জঙ্গিদের ছোড়া রকেট গুলি করে নামায় ইজরায়েলি সেনা।

অন্যদিকে ২০২৪ সালের প্রথমেও হামাস জঙ্গিদের বিরুদ্ধে সুর চড়ান ইজরায়েলের প্রধানমন্ত্রী বোঞ্জামিন নেতানিয়াহু। হামাস জঙ্গিরা হামলা বন্ধ না করলে, এই যুদ্ধ থামাতে আরও কয়েক মাস লেগে যাবে বলে কার্যত সুর চড়ান ইজরায়েলের প্রধানমন্ত্রী। অর্থাৎ হামাস যুদ্ধ বন্ধ না করলে, ইজরায়েলের তরফে তা কোনওভাবে থামার লক্ষণ নেই বলে স্পষ্ট জানানো হয়।