Gaza Destruction (Photo Credit: Twitter)

হামাস নিধনে গাজায় এক নাগাড়ে হামলা শুরু করেছে ইজরায়েল। যা নিয়ে তোলপাড় প্রায় গোটা বিশ্ব। এসবের মধ্যে এবার নয়া খবর প্রকাশ্যে এল। এবার ইজরায়েলের একটি কোম্পানির তরফে ভারতীয় শ্রমিকদের নিয়োগ করা হবে বলে জানানো হয়। ওই কোম্পানিতে যে প্যালেস্তিনীয়রা কাজ করতেন, তাঁদের খারিজ করে এবার সেখানে ভারতীয় শ্রমিকদের নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট কোম্পানিতে যে ৯০ হাজার প্যালেস্তিনীয় কাজ করতেন, এবার তাঁদের বাদ দেওয়া হবে । ৯০ হাজার প্যালেস্তিনীয়র পরিবর্তে সেখানে ভারতীয় শ্রমিকদের নিয়োগ করা হবে বলে জানানো হয়। সংশ্লিষ্ট কোম্পানির তরফে আরও জানানো হয়, ভারতের সঙ্গে তাঁরা কথা বলছেন। চলছে আলোচনা। সেই সঙ্গে ইজরায়েলি সরকারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। তাঁরা এই মুহূর্তে ৫০ হাজার থেকে ১ লক্ষ ভারতীয় শ্রমিক নিয়োগ করতে চান বলে জানানো হয়।

যদিও সংশ্লিষ্ট কোম্পানির দাবির প্রেক্ষিতে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এখনও কিছু জানানো হয়নি।