Israel-Hamas War (Credits: X)

এক সপ্তাহ ধরে অব্যাত ইজরায়েল হামারের সংঘর্ষ (Israel-Hamas War)। প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাসের হামলার পালটা বেঞ্জামিন নেতানিয়াহুর জবাবি হামলায় হামাস ঘাঁটি গাজা ব্যাপক ক্ষতিগ্রস্থ। সেখানে জল, বিদ্যুৎ, খাবার সরবরাহ আটকে দিয়েছে ইজরায়েল। যুদ্ধের বলি হওয়া থেকে সাধারণ মানুষকে বাঁচাতে আগেই গাজা ভূখণ্ড খালি করার নির্দেশ দিয়েছিল ইজরায়েল। কিন্তু সাধারণ মানুষকে গাজা ছেড়ে চলে যেতে বাধা দিচ্ছে হামাস জঙ্গিরা। এমনই দাবি ইজরায়েলি সামরিক বাহিনীর। হামাসের রাস্তা অবরোধের ফলে বহু নিরীহ প্যালেস্তাইন এবং গাজা নিবাসী গাজা উপত্যকা ছেড়ে বের হতে পারছে না।

ইজরায়েলি সামরিক বাহিনী প্যালেস্তাইন জঙ্গি সংগঠন হামাসের ঘাঁটি গাজায় স্থল অভিযান এবং ধাপে ধাপে আক্রমণের প্রস্তুতি নিয়ে গাজা বাসিন্দাদের ভূখণ্ড খালি করার পরামর্শ দিয়েছিল। ইজরায়েলের এক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই অঞ্চলে প্রায় ১০ লক্ষ্য মানুষের বাস।

ইজরায়েলের সামরিক বাহিনী জানাচ্ছে, প্যালেস্তাইন এবং গাজাবাসীদের গাজা ত্যাগে পথ আটকাচ্ছে হামাস। গাজা উপত্যকার বাসিন্দাদের প্রধান সড়কে চলাচল করা কঠিন করে তুলছে হামাস। এই রাস্তায় যানবাহন চলাচলে বাধা দিচ্ছে। এটিকে যুদ্ধে হামাসের নতুন কৌশল হিসাবেই দেখছে সামরিক বিশেষজ্ঞরা।