ইজরায়েলের (Israel) গুপ্তচর সংস্থা মোসাদের ( Mossad) সদর দফতরে হামলা চালানো হয়েছে। ইরানের সেনা বাহিনীর তরফে ইরাকে মোসাদের যে সদর দফতর রয়েছে, সেখানে হামলা চালানো হয়। এমনই দাবি করা হয় ইরান রেভলিউশনারি গার্ডের তরফে। সোমবার রাতে (স্থানীয় সময় অনুযায়ী) ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সদর দফতরে হামলা চালানো হয়েছে বলে দাবি ইরানের (Iran) সমর্থিত জঙ্গি গোষ্ঠীর তরফে। ইজরায়েলের গুপ্তচর সংস্থার সদর দফতরের উদ্দেশে বেশ কয়েকটি ক্ষুরধার ক্ষেপনাস্ত্র ছোঁড়া হয়। ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীদের তরফে চালানো হয় ওই হামলা।
আরও পড়ুন: Peshraw Agha Dizayee Dies In Iraq: ইরানের ক্ষেপনাস্ত্রের জোরদার হামলা, নিহত ইরাকের ধনী মানুষ
সোমবার ইজরায়েলের গুপ্তচর সংস্থার সদর দফতরে হামলার পাশাপাশি ইরাকের ইরবিলেও চলে হামলা। ইরাকের ইরবিলে হামলার জেরে সে দেশের অন্যতম ধনী পেশরো আগা ডিজাইয়ের মৃত্যু হয় বলে খবর। ইরানের ক্ষেপনাস্ত্রের হামলার জেরেই সে দেশের অন্যতম ধনী পেশরো আগা ডিজাইয়ের মৃত্যু হয়, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়।