![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/10/47-1-380x214.jpg)
গাজার (Gaza) উপর রুদ্ধশ্বাসে হামালা চালাতে শুরু করেছে ইজরায়েল (Israel)। একের পর এক বোমারু বিমান হামলায় ধ্বংসপুরীতে পরিণত হয়েছে প্যালেস্তাইনের সশস্ত্র জঙ্গি সংগঠন হামাস (Hamas) ঘাঁটি গাজা ভূখণ্ড। বিপাকে পড়ে গাজায় বিমান হামলা বন্ধের শর্তে তাদের পণবন্দিদের মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। ইরানের পররাষ্ট্র মন্ত্রালয় (Iran's Foreign Ministry) জানিয়েছে, ইজরায়েল যদি গাজার উপর বিমান হামলা বন্ধ করে তাহলে মার্কিন নাগরিকসহ তাদের কাছে পণবন্দি নাগরিকদের মুক্তি দিতে রাজি হয়েছে হামাস জঙ্গি গোষ্ঠী। গত ৭ অক্টোবর শনিবার ইজরায়েলের উপর আকস্মিক হামলা চালিয়ে বহু মানুষকে বন্দি করেছে হামাস। ইজরায়েলের সামরিক বাহিনী সূত্রে খবর, বন্দিদের সংখ্যা ক্রমে বেড়ে ১৯৯ হয়েছে।
তবে গাজায় হামাস বাদেও বহু সাধারণ মানুষের বাস। রয়েছে প্যালেস্তাইন, আমেরিকা সহ বেশ কিছু দেশ নিবাসীও। ইজরায়েল-হামাস যুদ্ধে কয়েক হাজার নিরীহ প্রাণের বলি হয়েছে। মৃত্যু হয়েছে বহু শিশুর। যুদ্ধের প্রায় ১১ দিনের মাথায় দুই দেশের মৃত্যু সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। গাজার সাধারণ জনগনকে উত্তরের ভূখণ্ড ছেড়ে সুরক্ষিত দক্ষিণে সরে যাওয়ার জন্যে বারে বারে অনুরোধ করেছে ইজরায়েল সামরিক বাহিনী।
ইজরায়েল প্রশাসন সূত্রে খবর, খুবই ঘিঞ্জি এবং জনবহুল এলাকা হওয়ার কারণে কেবল আকাশপথে হামলা করে গাজাকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তাই গাজায় এ বার স্থলপথেও হামলা চালাতে চাইছে তারা। হামাসকে জনবিচ্ছিন্ন করতে প্যালেস্তানীয়দের দক্ষিণে পাঠিয়ে সশস্ত্র জঙ্গি গোষ্ঠীটির মূল ঘাঁটি, গাজার উত্তরাংশে হামলা চালাতে চাইছে ইজরায়েল।