Indo-Canadian Sikh poet Rupi Kaur, Gaza (Photo Credits: IANS, Wikimedia Commons)

ইজরায়েলের অগ্রাসনে কবরের চেহারা নিয়েছে গাজা (Israel-Hamas War)। গাজায় প্রতি ১০ মিনিটে একটি করে শিশুর মৃত্যু হচ্ছে সে কথা আগেই জানিয়েছিল হামাস (Hamas) পরিচালিত গাজার স্বাস্থ্য দফতরের জরুরি চিকিৎসা কেন্দ্র। একদিকে ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ (Israel-Hamas War) অব্যাহত। অন্যদিকে আমেরিকায় ধুমধাম করে দিওয়ালির (Diwali 2023) আয়োজন। যার আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে দেশ বিদেশের খ্যাতনামা ব্যক্তিদের। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের প্রশাসনের কাছ থেকে দিওয়ালি অনুষ্ঠানের জন্যে আমন্ত্রণ পেয়ে তা প্রত্যাখ্যান করলেন ইন্দো-কানাডিয়ান শিখ কবি রূপি কৌর (Indo-Canadian Sikh Poet Rupi Kaur)।

বিশ্বের শীর্ষ স্থানীয় উন্নত দেশ হল আমেরিকা। যুদ্ধবিধ্বস্ত গাজার (Gaza) এই কঠিন সময়ে সেখানকার নিরীহ জনজাতির প্রতি যুক্তরাষ্ট্রের এমন উদাসীন আচরণ কিছুতেই মেনে নিতে পারছেন না রূপি। তাই গাজার পরিস্থিতি নিয়ে 'নিষ্কর্মা' বাইডেন প্রশাসনের দিওয়ালি অনুষ্ঠানের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন কবি।

রূপির টুইট... 

টুইট করে ইন্দো-কানাডিয়ান শিখ কবি (Rupi Kaur) লিখেছেন, 'আগামী ৮ নভেম্বর আমেরিয়ায় আয়োজিত দিওয়ালি অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত থাকার জন্যে আমি বিডেন প্রশাসনের কাছ থেকে একটি আমন্ত্রণ পেয়েছি। কিন্তু এমন এক প্রতিষ্ঠানের আমন্ত্রণ আমি প্রত্যাখ্যান করছি যারা নির্বিচারে সাধারণ জনজাতিকে বন্দি বানিয়ে ধ্বংসের মুখে ঠেলে দেওয়াকে সমর্থন করে জনজাতির ৫০ অর্ধেক যেখানে শিশু'।