দিল্লি, ৫ মার্চ: লেবানন থেকে ছোঁড়া অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলের আঘাতে মৃত্যু হল ভারতীয়র (Indian)। ফের এমনই একটি চাঞ্চল্যকর খবরের জেরে জল্পনা শুরু হয়েছে। রিপোর্টে প্রকাশ, লেবাননের (Lebanon) দিক থেকে উড়ে আসা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের আঘাতে ইজরায়েলের (Israel) উত্তর সীমান্তের মারগালিয়টে এক ভারতীয় নিহত হন। সেই সঙ্গে আপও ২ ভারতীয় আহত হন বলে খবর। সোমবার সকাল ১১টা নাগাদ (স্থানীয় সময়) লেবাননের দিক থেকে উত্তর ইজরায়েলে ছোঁড়া হয় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। তার জেরেই ওই ভারতীয়র মৃত্যু হয় বলে খবর।
রিপোর্টে প্রকাশ, কেরলের (Kerala) পত্নিবিন ম্যাক্সওয়েল নামে ওই ব্যক্তির মৃত্যুর পর তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় জিভ হাসপাতালে। কেরলের ওই ব্যক্তির পাশাপাশি লেবাননের মিসাইলের আঘাতে আরও ২ জন গুরুতর জখম হন। বুশ জোসেফ জর্জ এবং পল মেলভিন নামে আরও ২ ব্যক্তি আহত হন লেবাননের ছোঁড়া মিসাইলের আঘাতে। বুশ জোসেফ জর্জ কিছুটা ভাল আছেন। চিকিৎসার মাঝে কেরলে থাকা নিজের পরিবারের সঙ্গে জর্জ কথা বলেছেন বলে খবর। মেলভিন জিভ হাসপাতালে চিকিৎসারত। তিনি কেরলের ইদুকি জেলার বাসিন্দা বলে খবর।
আরও পড়ুন: Israel-Hamas War: গাজায় ভয়াবহ ছবি, অপুষ্টিতে ভুগে মৃত্যু ১৫ শিশুর, বাড়তে পারে সংখ্যা
জানা যাচ্ছে, শিয়া হেজবুল্লা জঙ্গি গোষ্ঠীই লেবানন থেকে ইজরায়েলে মিসাইল ছোঁড়ে। গাজা ভূখণ্ডে ইজরায়েলের হামলার অভিযোগেই পালটা হানাদারি শুরু করেছে হেজবুল্লা।