প্রত্যেকদিন গাজায় যেভাবে বোমাবর্ষণ করছে ইজরায়েল, তার কড়া নিন্দা করলেন অ্যাঞ্জেলিনা জোলি। গত ২ দিন ধরে গাজার অন্যতম বড় শরণার্থী শিবিরে হামলা চালায় ইজরায়েল। যার জেরে ১৯৫ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করে হামাস। জাবালিয়া শরণার্থী শিবিরে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে স্পষ্ট পরিসংখ্যান মেলেনি এখনও। তবে জাবালিয়া শরণার্থী শিবিরে বিস্ফোরণের পর যে ভয়াবহ ছবি উঠে আসতে শুরু করে,তার কড়া নিন্দা করেন অ্যাঞ্জেলিনা। তিনি বলেন, একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর উপর ইচ্ছাকৃতভাবে হামলা চালাচ্ছে ইজরায়েল। পাশাপাশি গাজা দ্রুত গণকবরে পরিণত হচ্ছে বলেও ক্ষোভ উগরে দেন হলিউড স্টার। নিজের সোশ্যাল হ্যান্ডেলে গাজার ধ্বংসের ছবি পোস্ট করে, ইজরায়েলের বিরুদ্ধে তোপ দাগেন অ্যাঞ্জেলিনা। পাশাপাশি গোটা বিশ্ব যাতে যুদ্ধ বিরতির দাবি নিয়ে এগিয়ে আসে, সেই আবেদনও করেন অ্যাঞ্জেলিনা।
গাজায় যেভাবে বিস্ফোরণ হচ্ছে,তার জেরে যত মৃত্যু হয়েছে,তার মধ্যে ৪০ শতাংশ শিশু। যাদের গোটা পরিবার ইজরায়েলের বোমা বর্ষণে শেষ হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন হলিউড তারকা। পাশাপাশি গত ২ দশক ধরে গাজা যেমন আকাশের নীচে খোলা জেলখানায় পরিণত হয়েছে, তেমনি বর্তমানে এই ভূখণ্ড গণকবরে পরিণত হতে চলেছে বলেও ইজরায়েলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিনেত্রী।