Gaza (Photo Credit: Twitter)

বৃহস্পতিবার ওয়েস্ট ব্যাঙ্কে পরপর ৩ প্যালেস্তিনীয় নাগরিককে হত্যা করা হয়। যাঁদের মধ্যে ২ জন কিশোর। প্য়ালেস্তিনীয় সংবাদ সংস্থার তরফে বুধবার এমনই দাবি করা হয়। যদিও ইজরায়েলি সেনার দাবি, লেবানন সীমান্ত থেকে হেজবুল্লা জঙ্গিরা হামলা চালালে, তা প্রতিরোধের চেষ্টা করা হয়। হেজবুল্লা জঙ্গি হামলা প্রতিরোধ করতেই ওই ৩ জনের প্রাণ যায়। এদিকে বুধবার আরব দেশগুলিতে প্রতিবাদের ঝড় বয়ে যায়। গাজার হাসপাতালে বিস্ফোরণের জেরে আরব দেশগুলিতে জোরদার প্রতিবাদ শুরু হয়। গাজা হাসপাতালে বিস্ফোরণের প্রতিবাদে যখন ঝড় বয়ে যায়, সেই সময় ওয়েস্ট ব্যাঙ্কে ৩ প্যালেস্তিনীয় নাগরিকের হত্যা ঘিরে ফের উত্তেজনা ছড়াতে শুরু করেছে। প্রসঙ্গত গাজার হাসপাতালে হামলার জেরে মৃতের সংখ্যা প্রায় ৩০০০ ছুঁয়েছে। যাঁদের মধ্যে এক হাজার শুধু শিশু বলে খবর।

অন্যদিকে গাজায় ত্রাণ পাঠানোর জন্য রাফা ক্রসিং খুলে দেওয়ার বিষয়ে রাজি হয়েছে ইজিপ্টের প্রেসিডেন্ট আবদুল  ফাত্তে। ফলে ইজিপ্ট দিয়ে রাফা ক্রসিং হয়ে ইতিমধ্যেই গাজায় ১০০টি ত্রাণ সামগ্রীভরা ট্রাক রওনা দিয়েছে বলে খবর।