ইজরায়েল হামাস যুদ্ধে এবার আসরে নামল ইউরোপীয়ন ইউনিয়ন। তাদের তরফে শত্রুতা বন্ধ করে মানবিক আবেদনে সাড়া দিয়ে সাধারণ মানুষ যাতে প্রয়োজনীয় সাহায্যে পেতে পারে তার জন্য আবেদন জানাল তারা। ইইউ এর বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জোসেপ বরেল জানিয়েছেন এই তথ্য।
তিনি জানিয়েছেন যে গাজাতে হয়ে চলা চরম সংকটময় পরিস্থিতির জন্য তারা ভীষণ চিন্তিত।একটি বিবৃতিতে তিনি জানিয়েন, "ইউরোপীয়ন ইউনিয়নের পক্ষ থেকে শত্রুতা বন্ধ রাখার দাবি জানানো হচ্ছে। এছাড়া মানবিক বন্ধনের মাধ্যমে যাতে সীমান্ত পারাপার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সাহায্য যাতে পাঠানো যায় তার ব্যবস্থা করা।"
ইইউ এর তরফে হাসপাতাল ও মানুষকে রক্ষাকবচ হিসেবে ব্যবহার করার জন্য নিন্দা জানিয়েছে।এবং দ্রুত পণবন্দিদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে।রেড ক্রসকে যাতে পণবন্দিদের কাছে যেতে দেওয়া হয় তার দাবিও জানানো হয়েছে এই আবেদনের মাধ্যমে।
এদিকে গাজার সবথেকে বড় হাসাপাতল আল শিফাতে জ্বালানীর জেরে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার কারণে ৩০০ লিটার জ্বালানী পাঠানো হয়েছে আইডিএফের তরফে। এমনটাই জানিয়েছেন তারা। যদিও এই জ্বালানী হামাসের পক্ষ থেকে নিতে মনে করা হয়েছে।
হামাসের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মোট ৪৪ জন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ। এই পরিস্থিতিতে যুদ্ধ থামার জন্য বিভিন্ন স্থান থেকে বলা হলেও আদৌ তা কার্যকর হবে কিনা তা বলা অত্যন্ত মুশকিল। কেননা ইজরায়েলের প্রধানমন্ত্রীর তরফে যুদ্ধবিরতির প্রস্তাব এখনও পর্যন্ত খারিজ করা হয়েছে। পণবন্দিদে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি করা যাবে না বলে দাবি নেতানিয়াহুর। এদিকে লেবাননের তরফে হেজবোল্লাও এই যুদ্ধে প্রবেশ করছে। তাই আঞ্চলিকভাবে এই যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েই যাচ্ছে।যুদ্ধের গতিপ্রকৃতি কোন দিকে তা নির্ভর করবে ইজরায়েলের সিদ্ধান্তের ওপর।
EU calls for pauses in hostilities, establishment of humanitarian corridors in Gaza
Read @ANI Story | https://t.co/vy2UXVWF5A#EuropeanUnion #IsraelHamasconflict #Israel #Gaza pic.twitter.com/FQunAAiuqn
— ANI Digital (@ani_digital) November 13, 2023