প্যালেস্তাইন (Palestine) জঙ্গি সংগঠন হামাসের (Hamas) ঘাঁটি গাজা (Gaza)। সেই গাজাকে সম্পূর্ণ জঙ্গি মুক্ত করতে যেন দৃঢ় প্রতিজ্ঞ ইজরায়েল (Israel)। আর সেই লক্ষ্যেই অকাতরে গাজার উপর হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী (IDF)। হামাস ঘাঁটি থেকে শুরু করে, শরণার্থী শিবির, হাসপাতাল বোমাবর্ষণ থেকে রক্ষা পাচ্ছে না কিছুই। এবার হামাস সন্ত্রাসী গোষ্ঠীর সামরিক ফাঁড়ি 'বদর' ধ্বংস করার কথা জানিয়েছে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী (IDF)। সেই সঙ্গে বেশ কয়েকজন জঙ্গিকেও খতম করার কথা ঘোষণা করেছে এইডিএফ। হামাস এবং ইজরায়েলের রক্তক্ষয়ী লড়াইয়ে (Israel-Hamas War) এখনও অবধি মোট ১৫০ জন হামাস সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলেও উল্লেখ ইজরায়েল সেনার।
যুদ্ধের (Israel-Hamas War) পরে গাজার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছিল ইজরায়েল সরকার। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন স্পষ্ট জানিয়ে দিয়েছে গাজাকে দখলের কোনরকম চেষ্টা যেন না করে ইজরায়েল। গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্ক দুটিই প্যালেস্তাইনের শাসনে থাকব।
জেনিন শরণার্থী শিবিরে হামলা...
lsraeli occupation forces kill 10 Palestinians in Jenin, northern West Bank. pic.twitter.com/ncpo3jfDuF
— TIMES OF GAZA (@Timesofgaza) November 9, 2023
ইজরায়েল অগ্রাসনে গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩২৮ জন। মৃতদের মধ্যে রয়েছে ৪ হাজার ২৩৭টি শিশু ও ২৭১৯ জন মহিলা। ইজরায়েলের হামালায় কেবল গাজা নয় মৃত্যু হচ্ছে প্যালেস্তিনীয়দেরও। বৃহস্পতিবার ওয়েস্টব্যাঙ্কের জেনিন শরণার্থী শিবিরে ইজরায়েল সেনাবাহিনী হামলায় কমপক্ষে ১৪ জন প্যালেস্তিনীর মৃত্যু হয়েছে।