হামাসের (Hamas) হাতে বন্দি আমেরিকান পণবন্দিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। আমেরিকায় গিয়ে হামাসের হাতে বন্দি ইজরায়েলি (Israel)-আমেরিকানদের সঙ্গে সাক্ষাৎ করেন বেঞ্জামিন। ইজরায়েলি প্রধানমন্ত্রী বলেন, হামাসের হাত থেকে পণবন্দিদের উদ্ধার করতে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। পণবন্দিদের যাতে শিগগিরই উদ্ধার করা যায়, সেই চেষ্টা ইজরায়েল সব সময় করছে বলেও জানান সে দেশের প্রধানমন্ত্রী। আমেরিকায় গিয়ে হামাসের হাতে পণবন্দিদের পরিবারের সঙ্গে দেখা করে ইজরায়েলের প্রধানমন্ত্রী পরিজনদের আশ্বস্ত করেন। ইজরায়েলের প্রধানমন্ত্রীর আমেরিকা সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে যে আরও মদবুদ করবে, তেমনই মনে করছে আন্তর্জাতিক মহল।
নেতানিয়াহুর কথায়, হামাসের বিরুদ্ধে কবে জয় পাওয়া যাবে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। তবে হামাসের বিরুদ্ধে লড়াই যদি তাঁরা ছেড়ে দেন, তাহলে ইরানের 'অশুভ' প্রতিরোধের মুখে তাঁদের পড়তে হবে বলে মন্তব্য করেন ইজরায়েলি প্রধানমন্ত্রী।