ইজরায়েল হামাস যুদ্ধে অংশগ্রহনের পরিমান উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে হেজবোল্লা। লেবাননের সীমান্ত থেকে যেমন হামলা চালিয়েছে হেজবোল্লা, ঠিক তেমনই পাল্টা হেজবোল্লাকে লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইজরায়েলের আইডিএফ বাহিনী।
হিব্রু ভাষাতে একটি পোস্টের মাধ্যমে জেনারেল হ্যাগেরি জানিয়েছেন, হেজবোল্লার তিনটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যার মধ্যে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের ঘাঁটিও রয়েছে।
হামাসের পাশাপাশি যুদ্ধে ঝাঁঝ বাড়িয়েছে হেজবোল্লা। ইজরায়েলের বেশ কিছু ঘাটিতে হামলা চালিয়েছে তারা। নেতানিয়াহুর পক্ষ থেকে হেজবোল্লাকে সতর্ক করা হলেও তাতে কর্ণপাত করেনি তারা। এদিকে হাউতিদের পক্ষ থেকে ভিডিও বার্তায় জানানো হয়েছে যে তারা মাঝ সমুদ্রে একটি জাহাজের দখল নিয়েছে।এবং সেটি ইজরায়েলিদের বলে দাবি করেছে। যদিও আর্ন্তজাতিক মহল থেকে যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে এবং পণবন্দিদের ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হলেও তাতে এখনও কোন সমাধান বেরোয়নি বলে জানা যাচ্ছে।
A spokesman for the Israeli military said the forces hit three Hezbollah anti-tank squads on the country's border with #Lebanon,
In a post on X in Hebrew, Israel Defense Forces (#IDF) spokesman Rear Admiral Daniel Hagari said that in reponse, military aircraft "attacked a number… pic.twitter.com/weF421m2ir
— IANS (@ians_india) November 21, 2023