ইজরায়েলের সঙ্গে হামাসের রক্তক্ষয়ী যুদ্ধে (Israel-Hamas War) অকাতরে বলি হয়ে চলেছে নিরীহ গাজাবাসী। গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩২৮ জন। মৃতদের মধ্যে রয়েছে ৪ হাজার ২৩৭টি শিশু ও ২৭১৯ জন মহিলা। ইজরায়েলের অগ্রাসনে কেবল গাজা নয় মৃত্যু হচ্ছে প্যালেস্তাইনিদেরও। গাজা ভিত্তিক প্যালেস্তাইন স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওয়েস্টব্যাঙ্কের জেনিন শরণার্থী শিবিরে ইজরায়েল সেনাবাহিনী হামলায় কমপক্ষে ১০ জন প্যালেস্তাইনবাসীর মৃত্যু হয়েছে। মৃত বেড়ে হয়েছে ১৪। হামলায় মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য দফতরের।
একই সঙ্গে পাল্লা দিয়ে আকাশ এবং স্থলপথে গাজার উপর বিস্ফোরক হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল সেনাবাহিনী (IDF)। ইজরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে কবরে পরিণত হয়েছে গাজা। মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজারে। গাজার শরণার্থী শিবির থেকে শুরু করে হাসপাতাল, অ্যাম্বুল্যান্সে অকাতরে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল (Israel)। ইতিমধ্যেই ভেঙে পড়েছে গাজার (Gaza) স্বাস্থ্যব্যবস্থা। শুক্রবার রাতে গাজার আরও এক হাসপাতালে নতুন করে বোমাবর্ষণের অভিযোগ উঠেছে ইজরায়েলের বিরুদ্ধে। গাজা স্ট্রিপের এক ইন্দোনেশিয়ান হাসপাতাল চত্বরে সাংঘাতিক বোমা হামলা চালায় ইজরায়েলি সেনা।
শরণার্থী শিবিরে ইজরায়েল সেনাবাহিনী হামলা...
lsraeli occupation forces kill 10 Palestinians in Jenin, northern West Bank. pic.twitter.com/ncpo3jfDuF
— TIMES OF GAZA (@Timesofgaza) November 9, 2023
লড়াই অব্যাহত থাকলেও এদিকে গাজা দখল করতে চায় না ইজরায়েল। এমকী গাজায় সরকার গঠনের কোনও ভাবনাও নেই ইজরায়েলের। পাশাপাশি গাজায় বসবাসকারী প্যালেস্তিনীয়দের কোনও ক্ষতি হোক, ইজরায়েল তাও চায় না। হামাসের সঙ্গে যুদ্ধে প্যালেস্তিনীয়দের কখনওই শত্রু মনে করে না ইজরায়েল। গাজা শুধু জঙ্গি মুক্ত হোক, এই আশাই করেন তাঁরা।
Images and reports document the bombing of an #IndonesianHospital in the northern #GazaStrip. 🇵🇸
#Israeli planes bombed Al-Shifa Hospital, west of #GazaCity, many deaths reported#IsraelAttack #فلسطين_الان #IsraelTerorrist #PalestineGenocide #selfish #bbcqt #IsraeliNewNazism pic.twitter.com/ZluPE0UY4v
— know the Unknown (@imurpartha) November 10, 2023
এমনই জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এসবের পাশাপাশি গাজায় যুদ্ধ বন্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তাঁর কোনও মত বিরোধ নেই বলেও এবার দাবি করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।